বাঙালির ভ্যালেন্টাইনস ডে উদযাপন? পঞ্চমীর বাসন্তী বেলা মধুর হবে এই ৫ ডেটিংয়ের কায়দায়

Last Updated:

এই তিথির প্রহরে প্রহরে জেগে থাকে বিশালাক্ষী বিশ্বরূপার দুই নয়ন। এরই মাঝে প্রেম কী ভাবে উদযাপন করলে তার আবেশ থেকে যায় জীবনভর?

কলকাতা: ওই যে কবি লিখে গিয়েছিলেন প্রেমের ফাঁদ পাতা ভুবনে, সে যে কত বড় সত্যি, তা আমরা সবাই জানি। শুধু কে কোথা ধরা পড়ে কে জানে বলে তিনি ছেড়ে দিলেও উত্তরটাও জানা। কোথায় আবার- সরস্বতী পুজোর ইতিউতি, স্কুলের পুজোয় প্রথম দেখা বা চেনা মানুষটারই সেখানে অচেনা হয়ে ওঠা এক লহমায়। সাধে কী আর পুজোর দিন হলেও তা তকমা পেয়েছে বাঙালির ভ্যালেন্টাইনস ডে-র!
এবার প্রশ্ন ওঠে সাবেকি বঙ্কিমী ছন্দে। তিনি জানতে চেয়েছিলেন- এই জীবন লইয়া কী করিতে হয়! আমরা ঘুরিয়ে বলি এই বাঙালির ভ্যালেন্টাইনস ডে লইয়া কী করিতে হয়? কেন না, এই দিনে যে বীণা বেজে ওঠে হৃদয় কমল বন মাঝে। এই তিথির প্রহরে প্রহরে জেগে থাকে বিশালাক্ষী বিশ্বরূপার দুই নয়ন। এরই মাঝে প্রেম কী ভাবে উদযাপন করলে তার আবেশ থেকে যায় জীবনভর?
advertisement
আমরা নিয়ে এসেছি ৫ উপায়। যা বসন্ত পঞ্চমীর সঙ্গে একেবারে জুতসই!
বিদ্যাস্থানেভ্য এবচ:
advertisement
এই কায়দা বয়ঃসন্ধিক্ষণে যাঁরা দাঁড়িয়ে আছেন, তাঁদের জন্য। এই দিনে খুব সহজেই চলে যাওয়া তার স্কুলে। সেখানে দেখা হোক, কথা হোক। বাকিটা অবশ্যই ব্যক্তিগত- শুধু আচরণ হতে হবে সপ্রতিভ। যাঁকে ভাল লাগছে, তিনি এগিয়ে এসে কথা না বললে যে সবটাই মাটি!
advertisement
এই দিন সব ছেড়ে নামা যাক পথে, তার হাত ধরে। এই কায়দায় বসন্ত পঞ্চমীর প্রেম উদযাপন অবশ্য তাঁদের জন্য নয়, যাঁদের ধরা পড়ে যাওয়ার ভয় আছে। যাঁরা নির্ভয়, যাঁদের গল্প সবার জানা, তাঁরা এই ভালোবাসার মরশুমে বেছে নিন একটা গন্তব্য। সেই পথে পায়চারির ছন্দে মিশে যাবে আঁচল আর পাঞ্জাবি ভাঁজের জ্যাম। মনের মানুষকে নিবিড় করে সবার মধ্যেও পাওয়া আর সঙ্গে পথচলতি পুজোর দেবীদর্শন- এর বেশি আর কী বা চাওয়ার থাকতে পারে!
advertisement
সরস প্রেমের ধারায়:
দেবী তো আদতে নদীরূপা, সরস্ শব্দে স্রোতধারারই ইঙ্গিত। অতএব, মনের কথার স্রোত এবারের বসন্ত পঞ্চমী তিথিতে মিশে যাক নদীর স্রোতের কাছে। যাঁরা কলকাতায় থাকেন, তাঁরা শুরুটা করতে পারেন কুমোরটুলি থেকে। উঁহু, সব প্রতিমা বিক্রি হয় না। সেই সৌন্দর্য দুই চোখে ভরে গলি ধরে সোজা চলে আসা যাক গঙ্গার ঘাটে- চা আর আনুষঙ্গিকে বাউন্ডুলে মন লিখুক ভালোবাসার গল্প। চাইলে বাবুঘাটে নৌবিহারও করা যায়, তবে তা উত্তর কলকাতার ডেটিংয়ের মতো পকেটসই হবে না।
advertisement
সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন- শুধু কবিতার জন্য, আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়। এই কবিতার জন্যই কিন্তু বার বার বসন্ত পঞ্চমীর ডেটিংয়ে যাওয়ার লোভও জাগিয়ে তোলা যায়। বেছে নেওয়া যায় একটা কাফে, যেমন শ্যামবাজারের কাফে ও কবিতা। পছন্দসই টেবিল বেছে নিয়ে খুলে ফেলা যাক কাফেতে রাখা কবিতার খাতা, এক লাইন একজন লিখলে পরেরটা লিখুক অন্যজনে। এভাবেই জীবন সেজে উঠুক কবিতার পংক্তিতে। শুধু লেখার ছবি তুলে নেওয়া চলবে না, পরে আবার ফিরে গিয়ে যদি সেই খাতা খোলা যায়, তখনই মাধুর্য নতুন রূপ পাবে। কবিতা লেখা নিয়ে দ্বিধা? ও আবার বাঙালিকে শেখাতে হয় না কি!
advertisement
এসো আমার ঘরে:
যাঁদের বাড়িতে পুজো হয়, তাঁদের আবার ভাবনা কী! বন্ধুদের সঙ্গে মনের মানুষকেও আমন্ত্রণ জানানো যাক? মনে হচ্ছে যথেষ্ট ব্যক্তিগত সময় পাওয়া যাবে না? জীবনের ব্যস্ততার মাঝে ভালোবাসা ঠিকই নিজের জায়গা করে নেয়। শুধু তা বোঝাতে হয়। এখানে তো ভোগ থাকবেই, তা নিজে হাতে পরিবেশন করে খাওয়ানো যায়, বিশেষ মানুষটির পাতে টুক করে তুলে দেওয়া যায় একটা বাড়তি লুচি। বা সবার পাতে একটা করে হলেও তাঁর জন্য দুটো মিষ্টি- ঠোঁটের কোণে হাসি ফুটে উঠবেই। খাওয়ানোর মধ্যে যে যত্ন থাকে, তা আর কোথায়! পুজো আর প্রেম দুই এক খাতে মিলবে- নিজে হাতে ভোগ রাঁধলে তো সোনায় সোহাগা!
advertisement
তাহলে কোনটা জুতসই বলে মনে হল?
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাঙালির ভ্যালেন্টাইনস ডে উদযাপন? পঞ্চমীর বাসন্তী বেলা মধুর হবে এই ৫ ডেটিংয়ের কায়দায়
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement