Rose Gardening Tips: ফুলে ফুলে উপচে পড়বে গাছ...! ১ গাছেই ফুটবে ১০০ গোলাপ! ছোট্ট কাজই দেখাবে ম্যাজিক, বাগানী বলে দিলেন সুপ্রিম 'টোটকা'

Last Updated:

Rose Gardening Tips: সব ফুলের মধ্যে গোলাপ ফুলকেই ফুলের রাজা হিসেবে ধরা হয়। এই ফুল দেখলে মন ভরে যায় মানুষের। তবে গোলাপ ফুল চাষ করতে একটু ধৈর্যের দরকার। সঠিক পরিচর্যা করলে বাড়িতেই একটি গাছেই প্রায় ১০০ গোলাপ ফুটবে।

+
ফুলে

ফুলে ফুলে ম্যাজিকের মতো ভরে যাবে গাছ!

শিলিগুড়ি: গোলাপ ফুল ভালবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। বিভিন্ন দেশের বিভিন্ন জলবায়ুতে খুব সহজেই মানিয়ে নিতে পারে গোলাপ। আপনার বাড়ির আশেপাশে যদি জায়গা থাকে তাহলে তো কথাই নেই আর যদি না থাকে তাহলে ছাদে কিংবা ব্যালকনিতে টবের মধ্যে চাষ করতে পারেন গোলাপ।
শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ শিক্ষক পুলক জোয়ারদার দীর্ঘ ১৮ বছর ধরে গোলাপ ফুলের বাগান করে আসছেন নিজের বাড়ির ছাদেই। তিনি বলেন, “সব ফুলের মধ্যে গোলাপ ফুলকেই ফুলের রাজা হিসেবে ধরা হয়। এই ফুল দেখলে মন ভরে যায় মানুষের। সেই ভালবাসা থেকেই গোলাপ ফুল চাষ করা শুরু করেছিলাম।” তার কথায় গোলাপ ফুল চাষ করতে একটু ধৈর্যের দরকার। সঠিক পরিচর্যা করলে বাড়িতেই একটি গাছেই প্রায় ১০০ গোলাপ ফুটবে।”
advertisement
advertisement
উত্তরবঙ্গ থেকে জাতীয় স্তরে ফুল গাছের প্রতিযোগিতায় অংশগ্রহ করতে গিয়েছিলেন পুলক বাবু। তার কথায়, গোলাপ ফুল সাধারণত ঘেঁষের মধ্যেই ভালো তৈরি হয় সকলে জানত ।তবে তিনি মাটির মধ্যে এত গোলাপ ফুল ফুটিয়ে সত্যি অবাক করেছেন সকলকে। তার টবের গাছে প্রায় ১৭০ টি গোলাপ ফুটেছে। তিনি বলেন,মূলত অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গোলাপের চারা রোপণের উপযুক্ত সময়। আট ইঞ্চি টব নিতে হবে।যে স্থানে ছয় থেকে আট ঘণ্টা রোদ পায় এমন স্থানে রাখতে হবে। তবে গ্রীষ্মকালের প্রখর রোদ থেকে গাছ কে বাঁচানোর জন্য মাঝেমাঝে ছায়ায় রাখুন।
advertisement
টবের মাটি তৈরি করার জন্য দোআঁশ মাটি, গোবর সার, পাতা পচা সার, বালি, সরিষার খোল, সামান্য ডিমের খোসা গুঁড়ো মিশিয়ে প্রায় এক সপ্তাহ রেখে দিন। মাঝে মাঝে ব্যবহৃত চা পাতা শুকনো করে মাটিতে মিশিয়ে রাখতে হবে।চারা বসানোর আগে মরা ডালপালা ছেঁটে দিন।দু-তিনদিন অন্তর অন্তর জল দিতে হবে। জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন কখনোই জল জমে না থাকে। মাঝে মাঝে গাছ কেটে দেওয়ার পরে গাছ থেকে কিছুটা দূরে চারিদিকে গোবর সার দিয়ে দিতে হবে।
advertisement
পুলক বাবুর বলেন, “গোলাপ গাছের রোগবালাই প্রায়ই হয়ে থাকে। বিশেষ করে পোকামাকড়ের আক্রমণ হয়। জলের মধ্যে রসুন থেঁতো করে এবং গুঁড়ো লঙ্কা দিয়ে আগের দিন রাতে ভিজিয়ে পরেরদিন গাছে স্প্রে করুন। খেয়াল রাখবেন যেখানে গোলাপের চারা লাগাচ্ছেন সেই জায়গাটি যেন পরিষ্কার থাকে। এই ভাবে যত্ন করতে পারলে আপনি একটি গাছ থেকে গড়ে ৪০-৫০ টি ফুল পেতে পারেন।”
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rose Gardening Tips: ফুলে ফুলে উপচে পড়বে গাছ...! ১ গাছেই ফুটবে ১০০ গোলাপ! ছোট্ট কাজই দেখাবে ম্যাজিক, বাগানী বলে দিলেন সুপ্রিম 'টোটকা'
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement