Room Freshner: রুম-ফ্রেশনার ভুলে যান, মাটির পাত্রেই ঘর সুগন্ধে ভরে উঠবে

Last Updated:

মন-মাতানো, ফুরফুরে গন্ধে ভরা ঘর কার না পছন্দ? কিন্তু সুগন্ধের জন্য আর রুম ফ্রেশনারের প্রয়োজন নেই। বাজারে এসেছে এমন কিছু অভিনব মাটির সামগ্রী, যেগুলি ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি ছড়াচ্ছে মনকাড়া সুগন্ধ

+
লাগবে

লাগবে না ফুল, ঘর সুগন্ধি রাখবে মাটির এই জিনিস

হাওড়া, রাকেশ মাইতি: মন-মাতানো, ফুরফুরে গন্ধে ভরা ঘর কার না পছন্দ? কিন্তু সুগন্ধের জন্য আর রুম ফ্রেশনারের প্রয়োজন নেই। বাজারে এসেছে এমন কিছু অভিনব মাটির সামগ্রী, যেগুলি ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি ছড়াচ্ছে মনকাড়া সুগন্ধ। শিল্পীদের হাতে তৈরি হচ্ছে ছোট ছোট মাটির পাত্র, শো-পিস, দেওয়াল ঝোলানোর জিনিস, এমনকি মাটির তৈরি মিনি সুগন্ধি-স্ট্যান্ডও। এগুলো দেখতে যেমন আর্কষণীয়, তেমনই দীর্ঘক্ষণ ধরে বাতাসে ছড়ায় মিষ্টি সুবাস। এই পাত্রগুলো তৈরি করতে ব্যবহার হয় হার্বাল এসেন্স, শুকনো ফুলের নির্যাস ও সম্পূর্ণ রাসায়নিকহীন সুগন্ধি উপাদান।
স্থানীয় শিল্পীরা জানিয়েছেন, মাটির জিনিসকে সুগন্ধির মাধ্যম হিসেবে তুলে ধরার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ইদানীং মানুষ পরিবেশবান্ধব পণ্যের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। সেই ভাবনা থেকেই সুগন্ধি মাটির সামগ্রীর এই নয়া কনসেপ্ট। কারিগরদের আশা, এই নয়া উদ্ভাবন শুধু তাঁদের জীবিকাই বাড়াবে না, মাটির শিল্পকেও নতুন দিশা দেবে আর পরিবেশবান্ধব জীবনযাপন আরও সহজ করে তুলবে।
advertisement
দামও তুলনামূলক কম হওয়ায় শহর ও গ্রাম, সব জায়গাতেই জনপ্রিয় হয়ে উঠছে এই সুগন্ধি মাটির পণ্য। ইতিমধ্যেই স্থানীয় হস্তশিল্পমেলা, বাজার ও অনলাইন প্ল্যাটফর্মে বাড়ছে এর চাহিদা। প্রস্তুতকারক সংবিদ গোলুই জানান, ”মাটির জিনিসে কয়েক ফোঁটা সুগন্ধি দিলেই ৫-৭ ঘণ্টা ঘর সুগন্ধে ভরে থাকবে। রজনী, গোলাপ, জুঁই-সহ বিভিন্ন রকমের সুগন্ধী রয়েছে। ইচ্ছে হলে সারা দিনে ৬-৮ ঘণ্টা  অন্তর সুগন্ধ পরিবর্তন করতে পারেন।”
advertisement
advertisement
শিল্পীদের হাতে তৈরি হচ্ছে ছোট ছোট মাটির পাত্র, শো-পিস, দেওয়ালে ঝোলানোর জিনিস। মাটির তৈরি মিনি সুগন্ধি-স্ট্যান্ডের দাম ৫০ থেকে ২৫০ টাকার মধ্যে।  প্রতিটি সুগন্ধির জন্য খরচ হবে ৫০ টাকা।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Room Freshner: রুম-ফ্রেশনার ভুলে যান, মাটির পাত্রেই ঘর সুগন্ধে ভরে উঠবে
Next Article
advertisement
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ ভারত কি প্রত্যাখ্যান করতে পারে? দেখে নিন চুক্তিতে কী বলা হয়েছে
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ ভারত কি প্রত্যাখ্যান করতে পারে?দেখে নিন চুক্তি
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের বাংলাদেশের অনুরোধ

  • ভারত কি প্রত্যাখ্যান করতে পারে?

  • দেখে নিন চুক্তিতে কী বলা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement