Rooftop Gardening Tips: কোনও খরচ ছাড়াই গাছ ভরে উঠবে ফুলে-ফলে! শুধু কাজে লাগান হেঁশেলের এই জিনিসগুলি
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Rooftop Gardening Tips: কোনও রকম রাসায়নিক ছাড়া নিমপাতা এবং হলুদ ব্যবহার করতে পারেন। গাছের নানা সমস্যা প্রতিকার করতে পারবেন।
হাওড়া: একটি কাজ করলেই বিনা খরচে গাছ ফুল ফলে ভরে যাবে বাগান। হয়ে উঠবে শাকসবজিতে ভরপুর! চাষের জমি বা ছাদ বাগান হয়ে উঠবে আরও তরতাজা। এই সহজ নিয়ম জানলে গাছের পাতা হয়ে উঠবে আরও সবুজ এবং চকচকে। যেখানে বাগান যত্ন নিতে প্রচুর টাকা খরচ করতে হয়, এই নিয়মে খরচ ছাড়াই গাছ হবে পুষ্ট। প্রয়োজন হবে না বাজারের সার। নিত্যদিনের সবজির খোসা, ভাতের মার বিশেষ উপায়ে কাজে লাগিয়ে গাছের পুষ্টি জোগাবে। কম পরিশ্রমে চাষ হবে আরও সহজ এবং খরচ হবে কম। একই সঙ্গে কোনও রকম রাসায়নিক ছাড়া নিমপাতা এবং হলুদ ব্যবহার করতে পারেন। গাছের নানা সমস্যা প্রতিকার করতে পারবেন।
শাকসবজি কিংবা ফল-ফুলের গাছ লাগানোর নেশা রয়েছে। প্রতিদিন রান্নায় ব্যবহৃত অথচ আলু, পটল বা শাকসবজির খোসা ফেলে দিচ্ছেন? তাহলে মস্ত বড় ভুল করছেন। আসলে এই সমস্ত ফেলে দেওয়া জিনিস বিশেষ উপায়ে সংগ্রহ করে রাখলে পেতে পারেন ভাল চাষের উপযোগীর সার। বাজারে কিনতে পাওয়া সারের থেকেও অনেক বেশি গাছের জন্য প্রয়োজনীয় খাবার হতে পারে। বিশেষ উপায়ে পচনশীল উপাদানগুলি নিয়ে তরল সার তৈরি করতে পারেন।
advertisement
এই ধরনের সার তৈরিতে প্রথমে একটি ঢাকনাওয়ালা বড় পাত্র নিতে হবে। প্রতিদিনের শাকসবজির খোসা এবং অবশিষ্ট অংশ এই সার তৈরিতে কাজে লাগবে। বাদ যাবে না রসুন-পেঁয়াজের খোসা। সমস্ত কিছু একটি ঘন জালের মধ্যে দিয়ে ঢাকনা ওয়ালা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। ভাতের মার এবং অবশিষ্ট ভাত ওই জালের মধ্যে রেখে দিতে হবে। তাতে প্রয়োজনীয় জল দিতে হবে। এভাবেই দিন কয়েক এই সমস্ত জিনিস ঢাকনা বন্ধ করে রাখলে যে তরল পদার্থ পাওয়া যাবে, সেটাই গাছের প্রয়োজনীয় খাবার বা তরল সার। এক লিটার এই তরল সারের সঙ্গে ৪ লিটার জল মিশিয়ে যে কোনও গাছে দুই থেকে চার দিন সপ্তাহে দিলেই গাছ হবে তরতাজা এবং পুষ্ট।
advertisement
advertisement
অভিজ্ঞ তাপস বাঙাল জানান, এই নিয়মে তরল সার তৈরি করে সব ফুল বা শাক সবজির বাগানে ব্যবহার করে সুফল পাওয়া যেতে পারে।
রাকেশ মাইতি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2025 7:47 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rooftop Gardening Tips: কোনও খরচ ছাড়াই গাছ ভরে উঠবে ফুলে-ফলে! শুধু কাজে লাগান হেঁশেলের এই জিনিসগুলি