Roof Top Gardening Tips: কাঁড়ি কাঁড়ি টাকা বাঁচবে...! বর্ষার শেষেই করুন এই কাজ, থোকা থোকা ফুলে ভরবে স্বাদের ছাদবাগান, ছোট্ট 'সহজ' ট্রিক্সেই মিরাকেল...

Last Updated:

Roof Top Gardening Tips: শীতের মরসুমের জনপ্রিয় ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা, গাঁদা, ডালিয়া, পিটুনিয়া, ডায়নথাস, গোলাপ, সিলভিয়া, প্যানজি, ক্লায়ান্থাস, সেলোসিয়ার মত রঙিন ফুলে সাজিয়ে তুলতে পারেন। 

+
শীতকালীন

শীতকালীন ফুল 

উত্তর ২৪ পরগনা : এখনই শীতকালীন এই সব ফুল গাছের প্রস্তুতি সেরে ফেলুন। শীতের সময় বাগান প্রেমীরা নানান ধরনের শীতকালীন ফুল গাছের রোপন করেন। তবে ভাল মানের শীতকালীন ফুল গাছ আর আপনার বাগান ভরিয়ে তুলতে এখনই চারা গাছ সংগ্রহে রাখতে পারেন। শীতের শুরুতেই আপনার বাগান আলো করে রঙের ছটায় রঙিন ফুলে ভরিয়ে তুলতে এখনই প্রস্তুতি নিন।
তার আগেই অকাল বৃষ্টিতে মন খারাপ বাগানীদের। কারণ শীতকালীন ফুল গাছ বৃষ্টির জলে নষ্ট হতে পারে। তবে বৃষ্টির পরেই কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করলে এই সমস্যার সমাধান পাওয়া যেতে পারে। অনেকেই ভাবছেন শীতের সময় কোন কোন গাছ রোপন করবেন। শীতের মরশুমের জনপ্রিয় ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা, গাঁদা, ডালিয়া, পিটুনিয়া, ডায়নথাস, গোলাপ, সিলভিয়া, প্যানজি, ক্লায়ান্থাস, সেলোসিয়ার মতো রঙিন ফুলে সাজিয়ে তুলতে পারেন।
advertisement
advertisement
একটানা অকাল বৃষ্টিতে অনেকসময় টবের মাটির উপর জল জমে থাকে। সর্বপ্রথম টবের মাটির উপরে থাকা জল সরিয়ে ফেলুন ও গাছের কোন পাতায় এবং ফুল যদি ভিজে মাটির সঙ্গে থাকে তা তুলে ফেলুন। বৃষ্টির পর রোদ উঠলে প্রথমেই হালকা করে গাছের মাটি খুসে দিন।
advertisement
খেয়াল রাখবেন যেন কোনওভাবেই গাছের গোড়া ও শিকড়ে আঘাত না লাগে। এর পরপরই বিকালের পর সব গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। সাধারণত ১ লিটার জলে এক থেকে দুই চামচ ফাঙ্গিসাইড গুলে গাছের পাতায় স্প্রে করে দিন। আর এভাবেই শীতের আগে বাগান তৈরির প্রস্তুতি সেরে নিতে পারেন।
advertisement
জুলফিকার মোল্লা
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Roof Top Gardening Tips: কাঁড়ি কাঁড়ি টাকা বাঁচবে...! বর্ষার শেষেই করুন এই কাজ, থোকা থোকা ফুলে ভরবে স্বাদের ছাদবাগান, ছোট্ট 'সহজ' ট্রিক্সেই মিরাকেল...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement