#ওয়াশিংটন: আপনি কি ডান হাতি না বাঁ হাতি? জানেন কি শৈশবে কতক্ষণ আমাদের স্তন্যপান করানো হয়েছে তার ওপর নির্ভর করছে আমরা ডান হাতি হতে চলেছি না বাঁ হাতি৷ জানাচ্ছেন ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষকরা৷
গবেষকরা জানাচ্ছেন, যেই শিশুদের ৯ মাসের বেশি সময় ধরে স্তন্যপান করানো হয়েছে তাদের মধ্যে ডান হাতি হওয়ার সম্ভাবনা বেশি৷ অন্যদিকে, যাদের শুরু থেকেই বোতলে দুধ খাওয়ানোর অভ্যাস করানো হয় তাদের মধ্য বাঁ হাতি হওয়ার প্রবণতা দেখা যায়৷
এই বিষয়ে গবেষক ফিলিপ হুজল বলেন, স্তন্যপান আমাদের মস্তিষ্কের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়িয়ে তোলে৷ শিশুদের অন্তত ৬ থেকে ৯ মাস পর্যন্ত স্তন্যপান করানো হলে মস্তিষ্কের চিনে নিতে সুবিধা হলে কোন হাতে আমাদের জোর বেশি৷
এই গবেষণার জন্য ৬২ হাজার ১২৯ জন মা-শিশু জুটিকে বেছে নেওয়া হয়৷ সমীক্ষার রিপোর্টে গবেষকরা জানান, যেই শিশুদের এক মাস পর্যন্ত স্তন্যপান করানো হয়েছে, যাদের ৬ মাস পর্যন্ত স্তন্যপান করানো হয়েছে এবং যাদের ৬ মাসের বেশি সময় পর্যন্ত স্তন্যপান করানো হয়েছে তাদের মধ্যে যাদের বোতলে দুধ খাওয়ানো হয়েছে তাদের তুলনায় বাঁ হাতি হওয়ার সম্ভাবনা যথাক্রমে ৯, ১৫ এবং ২২ শতাংশ পর্যন্ত কম৷
আমাদের শৈশবেই নির্ধারিত হয়ে যায় কোন হাতের ব্যবহার জীবনে বেশি হবে৷ এর সঙ্গে জিনগত কোনও সম্পর্ক নেই৷
ল্যাটেরালিটি: অ্যাসিমেট্রিজ অফ ব্রেন, বডি অ্যান্ড কগনিশন জার্নালে এই গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Breastfeeding, Healthy Living, Right Handed