হোম /খবর /লাইফস্টাইল /
বাথরুমের টাইলস মুহূর্তে পরিষ্কার করবে এই উপাদান! বাসনের ময়লা দাগও দূর হবে নিমেষে

Home Cleaning Tips: বাথরুমের টাইলস মুহূর্তে পরিষ্কার করবে এই উপাদান! বাসনের ময়লা দাগও দূর হবে নিমেষে

বাথরুমের টাইলস মুহূর্তে পরিষ্কার করবে এই উপাদান! বাসনের ময়লা দাগও দূর হবে নিমেষে

বাথরুমের টাইলস মুহূর্তে পরিষ্কার করবে এই উপাদান! বাসনের ময়লা দাগও দূর হবে নিমেষে

বাথরুমের টাইলস মুহূর্তে পরিষ্কার করবে এই উপাদান! বাসনের ময়লা দাগও দূর হবে নিমেষে

  • Share this:

চালের জল নানাভাবে ব্যবহার করা হয়। ত্বক পরিষ্কার রাখতে এই উপাদানের কোনও তুলনা হয় না। তবে জানলে অবাক হবেন ত্বকের যত্ন ছাড়াও অন্যন্য কাজেও অত্যন্ত সাহায্য করে চালের জল। আসুন জেনে নেওয়া যাক গৃহস্থালির কোন কোন কাজে চালের জল ব্যবহার করতে পারবেন-

১) কুকারের ময়লা দাগ তুলতেও নামী দামি সাবানকেও হার মানায় চালের জল।

২) মেঝে পরিষ্কার করতে  চালের জলের জুরিমেলা ভার।

আরও পড়ুন: আর খালি পেটে নয়, বরং ওজন কমান ইডলি খেয়ে! মেদ ঝরাতে এর কেরামতি জানলে চমকে যাবেন

৩) এ ছাড়া গ্যাস ওভেন বা ছুরির মরিচা তুলতেও কাজে লাগে এই ঘরোয়া উপাদান।  চালের জলে অল্প পরিমাণে বেকিং সোডা মিশিয়ে স্পঞ্জের সাহায্যে ঘষুন, তারপর শুকানোর জন্য ৫ মিনিট রেখে দিন। এর পর সুতির কাপড় ভিজিয়ে মুছে নিন।

৪) চালের জল দিয়ে ঘরের জানালাও পরিষ্কার করা যেতে পারে।  একটি স্প্রে বোতলে চালের জল ভরে জানালাগুলিতে ছিটিয়ে দিতে হবে। এটি সহজেই জানালার দাগ দূর করবে।

৫) কাঁচের গ্লাসের দাগ দূর করতেও সাহায্য করে এই উপাদান।

৬) চালের জল ব্যবহার করলে বাথরুমের টাইলসও ঝকঝকে হবে। শুকনো বাথরুমের ফ্লোরে চালের জল ছিটিয়ে দিয়ে এরপর ডিটারজেন্টের সাহায্যে হালকাভাবে ঘষলে মুহূর্তেই দূর হবে টাইলসের নোঙরা দাগ।

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন

Published by:Anulekha Kar
First published:

Tags: Cleaning Tips, Rice water