আপনার বাড়িতে কি পোষ্য আছে ? তাদের একা ছাড়ার আগে কিছু টিপস মেনে চলুন
- Published by:Brototi Nandy
Last Updated:
ছোট বয়স থেকেই যদি আপনি আপনার পোষ্যদের সঠিকভাবে প্রশিক্ষণ দেন তাহলে কোনোরকম উদ্বেগ ছাড়াই তারা একা থাকতে অভস্ত্য হয়ে ওঠে। train your pet how to stay alone without any fear
আমাদের মধ্যে অনেকেই বাড়িতে কুকুর বিড়ালের মতো পোষ্য রাখতে ভালোবাসি। ছোট থেকে আমাদের সঙ্গে থাকার জন্য তারাও পরিবারের একজন সদস্য হয়ে ওঠে। বাড়ির লোকেরা তাকে আদর আহ্লাদে ভরিয়ে রাখে। এরা পরিবারের লোকেদের সঙ্গে সময় কাটাতে এবং তাদের প্যাম্পারড পেতে ভালোবাসে।
কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বিশেষ কোন কারণে পোষ্যদের বাড়িতে ছেড়ে যেতে হয়। এইরকম পরিস্থিতি সামনে এলে মালিক এবং কুকুর উভয়ের ক্ষেত্রেই তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। কেউই একে অপরকে একা ছেড়ে থাকতে পারে না। এই সমস্ত ক্ষেত্রে পোষ্যের মালিক বা অভিভাবককে কি করা উচিত সেটা জেনে রাখা খুবই জরুরি। আপনার পোষ্যকে বাড়িতে একা থাকার প্রশিক্ষন দেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
advertisement
এখানে এমন কিছু উপায় তালিকাভুক্ত করা হয়েছে যা মেনে চললে বাড়িতে আপনার প্রিয় পোষ্যকে একা রাখতে অসুবিধা হবে না। শুধু তাই না পোষ্যরাও নিজেদের ভালো রাখতে সক্ষম হয়।
advertisement
পোষ্যকে বেড়াতে নিয়ে যান :
আপনার পোষ্যকে বাইরে কোথাও বেড়াতে নিয়ে যান , পার্কে ঘোড়ান কিংবা দৌড়াতে নিয়ে যান। এতে তাদের সঙ্গে আপনার সম্পর্ক গভীর হবে। চেষ্টা করুন বাইরে বেরোবার সময় সঙ্গে কিছু খেলনা রাখতে পারেন। এতে তারা সেই সমস্ত খেলতে নিজেদের ব্যস্ত রাখতে সক্ষম হয়। এছাড়া আপনি যদি বিড়াল পুষে থাকেন তাহলে তাদের শিকারের প্রবৃত্তিকে আকর্ষন করার জন্য তাদেরকে পালকের খেলনা বা মোটর চালিত ইঁদুর দিতে পারেন। এতে তারা নিজেকে ব্যাস্ত রাখতে পারে।
advertisement
খেলনা তাদের নাগালের কাছেই রাখুন। এগুলো বিভিন্ন ধরণের হতে পারে যেমন ডিস্পেন্স ট্রিট ,চিউ টয় কিংবা কোন বল জাতীয় খেলনা। এছাড়াও বিড়ালদের জন্য অভিভাবকরা কার্ডবোর্ডের বাক্স বা কাগজের ব্যাগ রেখে যেতে পারেন। এগুলি ওদের কাছে খুবই প্রিয়। এর মধ্যে রাখা ফ্লাফি বল কিংবা নকল ইঁদুর তাদের খেলার আগ্রহ বাড়িয়ে তোলে।
advertisement
তাদের থাকার জায়গা সীমাবদ্ধ করুন :
বাড়িতে একটা নির্দিষ্ট ঘর রাখুন যেখানে তারা স্বাধীনভাবে খেলাধুলা করতে পারে। আমাদের অনেকেই কুকুর কিংবা বিড়ালের থাকার বা ঘুমানোর জন্য ছোট ডেন বা শোয়ার জায়গা রাখেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা এগুলোকে ভেঙে দেয় কিংবা নোংরা করে রাখে। এটাও ঠিক যে তারা নিজেদের থাকার জন্য নোংরা জায়গা একদম পছন্দ করে না। তাই বাড়িতে যে কোন একটি ঘরে তাদের অ্যাক্সেস সীমাবদ্ধ করতে হবে এবং অবশ্যই সেটা পেট প্রুফ হওয়া প্রয়োজন।
advertisement
অভ্যন্তরীণ বিনোদের ব্যবস্থা রাখুন :
বাড়িতে পোষ্যকে রাখার সময় চেষ্টা করুন বাড়ির মহল সুন্দর এবং প্রশান্তিদায়ক রাখতে। আপনি টেলিভশন বা রেডিও চালু রেখেছে তাদের সেদিকে আকর্ষণ করতে পারেন। হালকা শাস্ত্রীয় সংগীত কিংবা কোন টক শো চালিয়ে রেখে তাদের সেখানে মননিবেশ করতে সাহায্য করুন। তবে ভলিউম অবশ্যই কম রাখবেন যাতে তারা বিরক্ত না হয়।
advertisement
পরিষ্কার জল এবং খাবার রেখে যান :
তাদের জন্য একটি পাত্রে জল এবং খাবার রেখে যান যাতে তেষ্টা বা খিদে পেলে তারা সেগুলো হাতের নাগালে পায়।
রুটিন বজায় রাখুন :
ছোট বয়স থেকেই আপনার পোষ্যদের সঠিক প্রশিক্ষণ দিয়ে বড় করে তুলুন। তাদের জন্য একটা রুটিন নির্দিষ্ট করে রাখুন যেটা তাদের সময় মেনে চলতে শেখাবে। তবে অবশ্যই তাদের জন্য কিছু সময় রাখবেন যেটা আপনাদের সম্পর্ককে আরো উন্নত এবং মজবুত বানাবে।
advertisement
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2023 2:08 PM IST