Relationship : কথায় কথায় প্রাক্তনের সঙ্গে বর্তমান সঙ্গীর তুলনা করছেন? কী ভাবে এই স্বভাব থেকে বার হবেন?
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
কী ভাবে কেউ বুঝতে পারবেন, তিনি তাঁর প্রাক্তন সঙ্গীর (Ex-partner) সঙ্গে বর্তমান সঙ্গীকে (Current Partner) তুলনা করছেন?
#কলকাতা: সব সম্পর্কেই (Relationship) ভাঙা-গড়ার খেলা চলে। আসলে, এটাই জাগতিক নিয়ম। মতের মিল না হলে অনেক সময়ই সম্পর্ক ভেঙে যায়। আবার যে সব সম্পর্কে দমবন্ধ লাগতে শুরু করে, সেই সব সম্পর্ক থেকে অনেকেই বেরিয়ে আসতে পছন্দ করেন। পরে নিজেকে সামলে নিয়ে হয়তো ফের অন্য কারও সঙ্গে শুরু হয় নতুন সম্পর্ক। কিন্তু অনেক সময় কী হয়, একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে আর একটা সম্পর্ক শুরু করলেও সেই আগের সম্পর্ক ভুলতে পারা যায় না। নতুন সম্পর্কে সে হয় তো খুবই ভাল আছে, কিন্তু অবচেতনে ফ্ল্যাশব্যাকে গিয়ে আগের সম্পর্ক নিয়ে ভাবতে থাকে। যদিও একটা স্বাস্থ্যকর সম্পর্কে এটা হওয়া ঠিক নয়। এই প্রসঙ্গেই আজ আলোচনা করব যে, কী ভাবে কেউ বুঝতে পারবেন, তিনি তাঁর প্রাক্তন সঙ্গীর (Ex-partner) সঙ্গে বর্তমান সঙ্গীকে (Current Partner) তুলনা করছেন?
‘ও ঠিক আগের জনের মতো নয়’:
কেউ হয় তো এক জনের সঙ্গে সম্পর্ক ভেঙে অন্যের সঙ্গে নতুন সম্পর্কে গিয়েছেন। যেটা প্রথমেই উল্লেখ্য, সেটা হল- কখনও নিজের বর্তমানকে প্রাক্তনের সঙ্গে তুলনা করা ঠিক নয়। কারণ তাঁরা দুই আলাদা ব্যক্তি, ফলে তাঁদের ব্যক্তিত্বও আলাদা। আর এই তুলনা টেনে আনার অর্থ হল- নিজের বর্তমান সঙ্গীকে অপমান করা। শুধু তা-ই নয়, এটা সম্পর্কের জন্যও স্বাস্থ্যকর নয়। ফলে নতুন সম্পর্কও ভেঙে যেতে পারে। কেউ হয় তো এটা ইচ্ছে করে করে না। অবচেতনে এই তুলনাটা চলে আসে। তাই কারও সঙ্গে বিচ্ছেদ হলে সেই সম্পর্ক থেকে পুরোপুরি বেরিয়ে আসা উচিত।
advertisement
advertisement
পছন্দের তালিকা মেলানো:
নিজের সঙ্গী কেমন হবে, তা নিয়ে বেশির ভাগ মানুষেরই একটা চেকলিস্ট থাকে। এ বার ধরা যাক, কারওর প্রাক্তন হয় তো তাঁর মন জুগিয়ে চলার জন্য তাঁর মতো করেই চলত। ফলে সম্পর্ক ভেঙে গেলেও নতুন সঙ্গীর থেকেও অনেকেই একই রকম ব্যাপার আশা করে থাকেন। অর্থাৎ, প্রাক্তন যেটা করত, বর্তমানকেও সেটাই করতে হবে, এমন কোনও মানে নেই। তাই নতুন সঙ্গীর থেকে কারও মনেও যদি এমনই চাহিদা থাকে, তা হলেও বুঝতে হবে যে, তিনি তাঁর প্রাক্তন ও বর্তমানের মধ্যে তুলনা টানছেন।
advertisement
আরও পড়ুন : পুজোর আগেই চটজলদি জেল্লা চাই? রইল কোরিয়ার সুন্দরীদের রূপরহস্য
‘আরে! আমি জানি, ও এটাই করবে’:
ধরুন, কেউ কিছু বললেন। এ বার তাঁর বর্তমান সঙ্গী কী প্রতিক্রিয়া দেবে, সেটা তিনি আগে থেকেই ধরে নিচ্ছেন। মানে প্রাক্তন সঙ্গী যে ভাবে প্রতিক্রিয়া দিত, তিনি হয় তো ভাবছেন, নতুন সঙ্গীও ঠিক সে ভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। এমন হলেও বুঝতে হবে যে, বর্তমান আর প্রাক্তনে তুলনা এসে যাচ্ছে।
advertisement
‘ওমা! তোমরা একদম এক রকম’:
কারও নতুন সঙ্গী তাঁর জন্য এমন কিছু করল, যেটা এক সময় তাঁর প্রাক্তনও করেছিল। সে সময় হয় তো তিনি তাঁর নতুন সঙ্গীকে বলে বসলেন যে, ওমা তোমরা দু’জন তো একদম এক! এটা ভুলেও করা উচিত নয়।
আরও পড়ুন : অনিদ্রায় ভুগছেন? মেনে চলুন এই নিয়মগুলি, ঘুম আসবে সহজেই
‘দেখিয়ে দেব, আমি কতটা ভাল আছি!’
advertisement
ধরা যাক, একজন নতুন সম্পর্কে খুবই সুখে রয়েছেন। তাঁর অতীতের সম্পর্ক ততটা সুখকর ছিল না। সে ক্ষেত্রে হয় তো তিনি ভাবছেন, যদি পুরনো সঙ্গীর সঙ্গে এখন দেখা হয়ে যেত! আসলে তিনি হয় তো অবচেতনে ভাবছেন, আগের সঙ্গীর থেকে নতুন সঙ্গী কতটা ভাল। এমনকী অনেকে আগের সঙ্গীকে জ্বলানোর কথাও ভাবেন। সেটাও কিন্তু সম্পর্কের জন্য খুবই খারাপ।
advertisement
‘আগের সঙ্গীই আমাকে ভাল বুঝত’:
দেখা যায়, অনেক সময় কারও মনে হয়, তাঁর প্রাক্তন তাঁকে বেশি ভাল ভাবে বুঝত। হতেই পারে! তা বলে সেটা বর্তমানের থেকে আশা করা উচিত নয়। কারণ প্রথমত, তাঁরা দু’জন আলাদা ব্যক্তি এবং দ্বিতীয়ত, প্রাক্তন যত ভাল ভাবেই বুঝুন না কেন, নিশ্চয়ই কোনও নির্দিষ্ট কারণে তিনি প্রাক্তন হয়ে গিয়েছেন। তাই এই সব না ভেবে নতুন সঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত তৈরি করতে হবে, আর নতুন কিছু করে জীবনকে উপভোগ করাটাই শ্রেয়! হয় তো মুভ অন করতে একটু সময় লাগবে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 17, 2021 10:41 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship : কথায় কথায় প্রাক্তনের সঙ্গে বর্তমান সঙ্গীর তুলনা করছেন? কী ভাবে এই স্বভাব থেকে বার হবেন?