Recycled Interior|| বাড়িতে পুরনো মদের বোতল রয়েছে? অন্দরসজ্জার কাজে এ ভাবে ব্যবহার করে পারেন...

Last Updated:

Recycled Interior: ওয়াইন বা যে কোনও মদের বোতলকে নতুন রূপে কাজে লাগানোর ১০ টিপস শেয়ার করা হল।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#নয়াদিল্লি: এখন বাড়ি মানেই বর্গফুট মাপা ফ্ল্যাট। তার প্রতিটি ঘরও মাপমতো। একচিলতে ফাঁক নেই সেখানে। তবু তারই মধ্যে সাজ সরঞ্জাম চাই তো। না হলে গৃহকোণের চেহারা খুলবে কী করে? এখন ফেলে দেওয়া জিনিসকেই একটু অদলবদল করে সুন্দরভাবে সাজানো যায় গৃহকোণ? এখন বহু ইন্টিরিয়র ডিজাইনার তেমনই কাজ করছেন।
এটাকেই বলা হচ্ছে ‘রিসাইকেলড ইন্টিরিয়র’। ফেলে দেওয়া জিনিসকেও সুন্দর করে নতুন মোড়কে মুড়ে নেওয়া যায়। এখানে ওয়াইন বা যে কোনও মদের বোতলকে নতুন রূপে কাজে লাগানোর ১০ টিপস শেয়ার করা হল।
বোতলে লেসের কাজ: বোতলের নিচের অংশটা মুড়ে দিতে হবে সাদা লেসে। বেশি নয়, চার পাঁচ আঙুল। তাতেই কেল্লা ফতে। এতে একটা বনেদি লুক আসবে। এবার সেন্টারপিস হিসেবে তাকে রেখে দেওয়া যায় টেবিলের মাঝখানে।
advertisement
advertisement
গ্লিটার: প্রথমে বোতলকে মনের মতো রঙে রাঙিয়ে নিতে হবে। তারপর মুড়ে ফেলতে হবে মানানসই রঙের গ্লিটার দিয়ে। কোনও পার্টির দিনে ঘর সাজানোর এমন উপকরণ অতিথির চোখ টানতে বাধ্য।
আরও পড়ুন: অন্তত ১০ বছর আয়ু বাড়াতে চান? জীবনযাত্রায় আনুন 'এই' পরিবর্তন...
পাখিদের খাবার: বসন্ত জাগ্রত দ্বারে। পাখির কুজনে ভরে গিয়েছে চারদিক। তাদের খাবার রাখার জন্য ব্যবহার করা যায় মদের বোতল। ছোট কাঠের বাক্সে রেখে বোতলে পাখিদের খাবার ভরে সেটাকে উল্টে টাঙিয়ে দিলেই হবে।
advertisement
রাঙিয়ে দিয়ে যাও: তিন ধরনের রঙে রাঙাতে হবে বোতলকে। মুখে একটা রঙ, মাঝখানে আরেক আর নিচের দিকে অন্য আরেকটা রঙ। অন্দরসজ্জার চেহারাই বদলে দেবে এমন বোতল।
টুইঙ্কল লাইটস: এতে খাটুনি নেই বললেই চলে। বাড়িতে মিনিয়েচার লাইট আছে নিশ্চয়? চার-পাঁচটা বোতলে সেই লাইটগুলি ভরে দিলেই কাজ শেষ। রাতে রঙের খেলায় ভরে উঠবে ঘর।
advertisement
বাড ভাস: মাত্র দুটো রঙের কামাল। বোতলের নিচের অংশে থাকবে কোনও উজ্জ্বল রঙ। উপরের দিকে অপেক্ষাকৃত হালকা রঙ। ফুলদানি হিসেবে দিব্যি ব্যবহার করা যায়।
আরও পড়ুন: পুরুষদের এই ধরনের স্বভাব আকৃষ্ট করে মহিলাদের, বলছে সমীক্ষা
রামধনু লন্ঠন: প্রথমে বিভিন্ন রঙের বোতল মাঝ বরাবর কেটে নিতে হবে। তারপর ছোট মোমবাতি জ্বালিয়ে তারওপর সেগুলো চিমনির কায়দায় বসিয়ে দিলেই লন্ঠন তৈরি। এভাবে শুধু ঘরের ভিতরে নয়, বাইরেও সাজানো যায়।
advertisement
জুটের জাল: ঘর সাজানোর এমন শোপিস আর দুটো হবে না। বরফি আকারের পাটের দড়ির জালে মুড়ে দেওয়া যায় বড় ওয়াইনের বোতল। বোতলের উপরের কর্কটাও হবে পাটের দড়ির। এমন শোপিস কিনতে পাওয়া যায়। তবে একটু কষ্ট করে ঘরে বানিয়ে নিলে তা হবে আরও চমকদার।
সহজ সেন্টারপিস: কয়েকটা বোতল, একটু জল আর ডাঁটিওলা ফুল। ব্যস, সেন্টারপিস তৈরি। একরঙের বোতল হলে দেখতে ভালো লাগে। তবে আলাদা রঙ হলেও সমস্যা নেই।
advertisement
প্যাস্টেল রঙা: বোতলের গায়ে করতে হবে হালকা প্যাস্টেল রঙ। মনে হবে যেন আকাশ নেমে এসেছে ঘরে। গলার কাছে সরু লেসের বাঁধন দিলে দেখতে আরও ভালো লাগবে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Recycled Interior|| বাড়িতে পুরনো মদের বোতল রয়েছে? অন্দরসজ্জার কাজে এ ভাবে ব্যবহার করে পারেন...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement