#কলকাতা: কুলফি আইসক্রীম খেতে সকলেরই ভালো লাগে। আর গরম কাল মানেই আম ৷ গরম কালে প্রায় কেউই আম আর কুলফি না খেয়ে থাকার কথা ভাবতেই পারে না। আমের কুলফিতো সবাই খেয়েছি, কিন্ত্ পাকা আমের মাঝে কুলফির সারপ্রাইজ যদি পাওয়া যায়, তাহলে কেমন হবে বলুন তো? নিঃসন্দেহে সকলেই চমকে যাবে। বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই ম্যাংগো স্টাফড কুলফি।
উপকরণ
- পাকা আম ৩টি
- কনডেন্সড মিল্ক ১ কাপ
- ফ্রেশ ক্রিম বা হুইপড ক্রিম ১ কাপ
প্রনালী
১. আমের বোটার অংশ দেড় ইঞ্চি গোল করে কেটে নিন।
২. ছুরি দিয়ে আঁটির চারপাশ একটু আলাদা করে আমের নিচে থেকে চাপ দিলে আঁটি বের হয়ে যাবে। খোসা যেন পুরোপুরি আস্ত থাকে।
৩. তারপরর একটি চামচ দিয়ে পাল্প বের করে নিন।
৪. প্রথমে আম ব্লেন্ড নিন, তারপর তাতে কনডেন্সড মিল্ক, ক্রিম মিশিয়ে মিশিয়ে আবার ব্লেন্ড করে নিন ৷
৫. মিশ্রণটি তৈরী হওয়ার পরে ফ্রিজে রাখুন ৩ ঘণ্টা।
৬. তারপর বার করে আবার ব্লেন্ড করুন ৷
৭. তারপর আমের খোশার মধ্যে ঢেলে দিন আর ৬ ঘন্টা ফ্রিজে রেখে দিন বা যতক্ষন না ঠান্ডা হচ্ছে ততক্ষন রেখে দিন
৮. সুন্দর করে কেটে পরিবেশন করতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।