Raksha Bandhan 2023: রাখি বন্ধনের সময় ভুলেও এই কাজগুলো করবেন না, নেমে আসবে ঘোর বিপদ

Last Updated:

এই বছর রাখি বন্ধন উৎসব পালন করা যেতে পারে ৩১ অগাস্ট সকাল ৫টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টা পর্যন্ত।

ভাই-বোনের পবিত্র সম্পর্কের উৎসব হল রাখি বন্ধন। এই দিনে বোনেরা তাঁদের ভাইয়ের হাতে রাখি বেঁধে তাঁর দীর্ঘায়ু কামনা করেন, প্রার্থনা করেন সুখী ও সমৃদ্ধ জীবনের। ২০২৩ সালের রাখি বন্ধন উৎসব পালিত হবে চলতি সপ্তাহেই। তবে এই নিয়ে কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে।
৩০ অগাস্ট না কি ৩১ অগাস্ট— রাখির জন্য সব থেকে উপযুক্ত দিন কোনটি, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনে। রাখি বন্ধনের পবিত্রতম মুহূর্তটি কোনটি, ভাইয়ের হাতে রাখি বেঁধে দেওয়ার সময় কোন ভুলগুলি এড়িয়ে যাওয়া উচিত, এই সব বিষয় নিয়ে অনেকেই উদ্বিগ্ন থাকেন।
বিস্তারিত জেনে নিন মহারাষ্ট্রের জ্যোতিষী পদ্মাকর পেঠকরের কাছ থেকে।
advertisement
advertisement
এই বছর ৩০ অগাস্ট ভদ্রা নক্ষত্রের সময় থাকছে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। তাই এই সময়ে রাখি বাঁধা যাবে না। এই সময়কে অশুভ বলে মনে করা হয়। জ্যোতিষগুরু জানালেন এই নক্ষত্রকে অশুভ বলে মনে করার কিছু কারণ। সেই সঙ্গে তিনি জানান, এই বছর রাখি বন্ধন উৎসব পালন করা যেতে পারে ৩১ অগাস্ট সকাল ৫টা ৪৫ মিনিট থেকে সকাল ৭টা পর্যন্ত।
advertisement
হিন্দু জ্যোতিষ বিশ্বাস অনুযায়ী ভদ্রা নক্ষত্রের সময় কালকে অশুভ হিসেবে ধরা হয়। লোকবিশ্বাস অনুযায়ী, এই ভদ্রা নক্ষত্রের সময়কালে শূর্পনখা তাঁর ভাই রাবণের হাতে রাখি বেঁধেছিলেন। তারপর তাঁদের বংশ ধ্বংস হয়ে যায়। তাই এই সময়কে অশুভ হিসেবে গণ্য করা হয়।
পেঠকর জানান, ভদ্রা আসলে নিজে সূর্যের কন্যা, ভগবান শনির বোন। ভারতীয় পুরাণ ভদ্রার রুক্ষ্ম মেজাজ ও কোপন স্বভাবের কারণে তাকে এড়িয়ে যাওয়ার পরামর্শই দেয়।
advertisement
যা যা করা যাবে না—
সম্পূর্ণ প্লাস্টিকে রাখি পরানো যাবে না। এটা একদিকে যেমন শাস্ত্র সম্মত নয়, ঠিক তেমনই পরিবেশের জন্যও উপযুক্ত নয়।
রাখি যেন ভাঙা বা খণ্ডিত না হয়।
রাখিতে যেন কোনও কালো সুতো বা রঙ না থাকে।
খুব বড় রাখি হওয়া ভাল নয়। কব্জির উপরে খুব বেশি বড় রাখি পরানো উচিত নয়।
advertisement
ভদ্রাকালে রাখি বাঁধা উচিত নয়।
রাখি পরা/পরানোর সময় যেন ভাই বা বোন কালো পোশাক না পরেন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Raksha Bandhan 2023: রাখি বন্ধনের সময় ভুলেও এই কাজগুলো করবেন না, নেমে আসবে ঘোর বিপদ
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement