Dangers of artificial ripening of fruits: ফল পাকানোর জন্য যথেচ্ছ ভাবে ব্যবহার করা হচ্ছে রাসায়নিক! এটা স্বাস্থ্যের জন্য কতটা বিপদজনক? উত্তর দিচ্ছেন বিশেষজ্ঞ
- Published by:Sayani Rana
- local18
- Written by:Trending Desk
Last Updated:
এটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। নানা বিপজ্জনক রোগ হতে পারে। এই কথা জানিয়ে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরাও।
ভাল ফলনের জন্য চাষের কাজে ব্যবহার করা হয় নানা ধরনের রাসায়নিক। শুধু তা-ই নয়, কাঁচা ফল সময়ের আগে পাকানোর জন্য এবং তা আরও সুস্বাদু করতেও নানা রাসায়নিক ব্যবহৃত হয়। যার জেরে সেই সব রাসায়নিক যুক্ত ফল খেলে মানুষ মারাত্মক রোগের সম্মুখীন হতে পারে।
তবে বহু ব্যবসায়ী কম সময়ে বেশি পরিমাণ লাভ করার জন্য ফল পাকাতে ইথিলিন-সহ নানা রাসায়নিক ব্যবহার করা হয়। এতে ফলও দ্রুত পাকে ঠিকই, কিন্তু ফলের প্রাকৃতিক গুণাগুণ নষ্ট হয়ে যাবে। আর আজকাল ফল কিংবা সবজিতে রাসায়নিক ব্যবহারের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। কিন্তু এটা আবার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। নানা বিপজ্জনক রোগ হতে পারে। এই কথা জানিয়ে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরাও।
advertisement
advertisement
রাজস্থানের আলওয়ার জেনারেল হাসপাতালের পিএমও ডা. সুনীল চৌহান জানিয়েছেন যে, ফল এবং সবজিতে যে রাসায়নিক দেওয়া হচ্ছে, তা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। ফল পাকাতে ইথিলিন গ্যাস-সহ নানা রাসায়নিক ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে। আসলে রাসায়নিকের ব্যবহারের ফলে ফল এবং সবজিকে বিষাক্ত হয়ে যায়। রাসায়নিক মেশানো ফল এবং শাকসবজি খাওয়ার কারণে পেট খারাপের মতো সমস্যা হতে শুরু করে। এমনকী পেটের নানা রোগ পর্যন্ত হতে পারে। এছাড়াও মাথা ব্যথা, মাথা ঘোরানো, মানসিক অবস্থার ব্যাঘাত, মানসিক বিভ্রান্তি, লিভার, কিডনি এবং হার্ট সংক্রান্ত রোগের হার বেড়ে যায়। সব মিলিয়ে মানবদেহের চরম ক্ষতি হয়ে যায়।
advertisement
যদি কোনও ব্যক্তি ক্রমাগত রাসায়নিক সমৃদ্ধ ফল এবং শাকসবজি খাদ্য হিসেবে গ্রহণ করেন, তাহলে তার দীর্ঘস্থায়ী প্রভাব আমাদের শরীরের উপর পড়ে। এমনকী ক্যানসারের মতো মারণ ব্যাধি হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। আর আলোয়ার জেলা হাসপাতালে এমন অনেক রোগী ভিড় করতেন। তবে এই সমস্যা এড়ানোর জন্য অন্যতম ভাল উপায় হল জৈব খাবার খাওয়া।
advertisement
এই প্রসঙ্গে ডা. সুনীল চৌহান জানান যে, ফলের বাজার থেকে ফল কিনে রাসায়নিক দূর করার জন্য তা গরম জলে আধ ঘণ্টা ভিজিয়ে রেখে দেওয়া উচিত। আধ ঘণ্টা পর তা ফের পরিষ্কার জল দিয়ে ধুয়ে ব্যবহার করা যাবে। এর ফলে রাসায়নিকের পরিমাণ কিছুটা হলেও কমানো সম্ভব। আর এভাবে ফল অথবা সবজি খাওয়া হলে বিপজ্জনক রোগের ঝুঁকিও অনেকটাই কমানো যাবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 9:46 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dangers of artificial ripening of fruits: ফল পাকানোর জন্য যথেচ্ছ ভাবে ব্যবহার করা হচ্ছে রাসায়নিক! এটা স্বাস্থ্যের জন্য কতটা বিপদজনক? উত্তর দিচ্ছেন বিশেষজ্ঞ