Purulia News : ছৌ নাচের মধ্যে দিয়ে রঙিন প্রচার! শিকার উৎসবে অভিনব বার্তা বনবিভাগের

Last Updated:

Purulia News : শিকারে নয় উৎসবে মাতার বার্তা বন বিভাগের, ছৌ নৃত্যের মধ্যে দিয়ে অভিনব প্রচার!

+
শিকার

শিকার উৎসবে পূর্বে প্রচর

পুরুলিয়া : জঙ্গলমহলের অন্যতম জনপ্রিয় একটি উৎসব শিকার উৎসব। চিরাচরিত রীতি মেনে বৈশাখী পূর্ণিমার রাত্রে অযোধ্যা পাহাড় জুড়ে শিকার হয়ে থাকে। শিকার উৎসব বা দিসুম সেন্দ্রা হল সাঁওতাল সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এ-বছর ১২ মে অর্থাৎ বৌদ্ধ পূর্ণিমার দিন শিকার উৎসব পালিত হবে। আর এই উৎসবের বন ও বন্যপ্রাণদের যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য অভিনব প্রচার শুরু করল বনবিভাগ।
বন ও বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা দিয়ে ঝালদা শহরের কাছে মসিনা গ্রামে অভিনব পদযাত্রার আয়োজন করা হয় বনবিভাগের ঝালদা রেঞ্জের পক্ষ থেকে। ছৌ নৃত্যের মাধ্যমে একেবারে অভিনব কায়দায় রঙিন প্রচার করা হয়। এই প্রচারে পামেলায় মসিনা সত্যভামা বিদ্যাপীঠ নিম্ন বুনিয়াদির কচি-কাচারা। এছাড়াও এলাকার বহু মানুষ এই প্রচারে অংশ নেন। পড়ুয়াদের হাতে ছিল প্ল্যাকার্ড। সেই প্ল্যাকার্ডের প্রতিটি জায়গাতেই বন ও বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা ছিল।
advertisement
advertisement
এছাড়াও জঙ্গলে আগুন যাতে না লাগে সেই বার্তাও দেওয়া হয়। বনদফতরের একটাই বার্তা, বন্যপ্রাণ শিকার নয় উৎসবে মেতে উঠুন। এ বিষয়ে ঝালদা রেঞ্জার অপূর্ব মহান্তি বলেন, এই সময় বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাই মানুষ যাতে সচেতন থাকে যাতে জঙ্গলের কোনও ক্ষতি না হয় সেই কারণেই এই বিশেষ বার্তা প্রদান। ‌ এরই পাশাপাশি শিকার উৎসব যাতে সুষ্ঠুভাবে পালিত হয় সেই কারণেই মানুষকে সচেতন করা হল।
advertisement
বনদফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঝালদা মসিনা সত্যভামা বিদ্যাপীঠ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিলা সাউ। এই ধরনের আরও সচেতনতামূলক প্রচার হোক এমনটাও দাবি রেখেছেন তিনি। বন্যপ্রাণ ও বনাঞ্চল বাঁচাতে তৎপর বনবিভাগ। তাই উৎসবের মাঝেও যাতে বন্য জীবজন্তু ও বনাঞ্চলের কোনও ক্ষতি না হয় সেই কারণেই এই অভিনব উদ্যোগ নিয়েছে ঝালদা বনবিভাগ।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia News : ছৌ নাচের মধ্যে দিয়ে রঙিন প্রচার! শিকার উৎসবে অভিনব বার্তা বনবিভাগের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement