Purulia Tourism: বামনিকে টেক্কা দিচ্ছে টুর্গা, কখনও গিয়েছেন এই জলপ্রপাত দেখতে? শীতের ছুটিতে ঘুরে আসুন

Last Updated:

Purulia Tourism: পুরুলিয়া মানেই অযোধ্যা পাহাড়। আর অযোধ্যা পাহাড়ের অন্যতম আকর্ষণ থাকে বামনি ফলস। তবে এবার শুধু বামনি নয়, টানা বর্ষণের ফলে এ-বছর বামনিকে টেক্কা দিচ্ছে টুর্গা ফলস।

+
পর্যটকেরা

পর্যটকেরা ভিড় করছে টুর্গা ফলসে

অযোধ্যা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: দিঘা, পুরী, দার্জিলিংয়ের পরেই ভ্রমণপ্রেমী মানুষদের পছন্দের তালিকায় থাকে পুরুলিয়ার নাম। কারণ দক্ষিণবঙ্গের এই জেলাতেই পাহাড় ঝর্ণার মেলবন্ধন দেখতে পাওয়া যায়। তাই হাতে দু-দিন সময় থাকলেই ঝটপট পুরুলিয়া প্ল্যান করে ফেলেন পর্যটকেরা।
পুরুলিয়া মানেই অযোধ্যা পাহাড়। আর অযোধ্যা পাহাড়ের অন্যতম আকর্ষণ থাকে বামনি ফলস। তবে এবার শুধু বামনি নয়, টানা বর্ষণের ফলে এ-বছর বামনিকে টেক্কা দিচ্ছে টুর্গা ফলস। পর্যটকেরা রীতিমত ভীড় করছেন এই ফলসে। ফটোসেশনের জন্য এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে টুর্গা ফলস। ছুটির দিনে আশেপাশের বিভিন্ন জায়গা থেকেও এই ফলস ভিড় করছে অনেকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গান শুনলে কি গরু বা মোষ বেশি পরিমাণে দুধ দেয়? বিশেষজ্ঞদের দাবি শুনে সকলকেই হতবাক
এ বিষয়ে টুর্গা ফলসে বেড়াতে আসা পর্যটকেরা বলেন, খুবই সুন্দর এই জলপ্রপাত। প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। তাদের খুবই ভাল লাগছে এই জায়গায় এসে। ‌ একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ একান্তের সময় কাটানোর জন্য খুব সুন্দর এই জায়গাটি। ‌ভ্রমণপিপাসু মানুষদের কাছে এখন পছন্দের তালিকায় অনেকটাই জায়গা করে নিয়েছে জঙ্গলমহলের এই জেলা। ‌শীত গ্রীষ্ম কিংবা বর্ষা সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে লাল মাটির এই ভূমিতে। তাইতো পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জঙ্গলমহলের এই রূপসী পুরুলিয়া।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia Tourism: বামনিকে টেক্কা দিচ্ছে টুর্গা, কখনও গিয়েছেন এই জলপ্রপাত দেখতে? শীতের ছুটিতে ঘুরে আসুন
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement