Puri Khaja Recipe: মুখে দিলেই গলে যাবে! মুচমুচে কুড়মুড়ে পুরীর খাজা সহজেই বানিয়ে নিন বাড়িতেই, রইল রেসিপি
- Reported by:Suman Saha
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Puri Khaja Recipe: পুরীর মন্দিরে জগন্নাথ দর্শনের পর আর কিছু কেনা হোক না হোক, কেজি খানেক খাজা হয়েই থাকে। আর সেই খাজায় খুব কম সময় খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে তৈরি করবেন তা জেনে নিন।
দক্ষিণ ২৪ পরগনা: খাজা, পুরীর বিখ্যাত মিষ্টি খাজা কম বেশি সবাই জানে। পুরীর মন্দিরে জগন্নাথ দর্শনের পর আর কিছু কেনা হোক না হোক, কেজি খানেক খাজা কেনা হয়েই থাকে। আর সেই খাজা যদি বাড়িতে বানানো হয় তাহলে কেমন লাগবে।
খুব কম সময়ে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে তৈরি করবেন তা জেনে নিন বাংলা, অন্ধ্র, ওড়িশায় রন্ধন প্রণালী থেকে এমন একটি সুস্বাদু খাবার হল খাজা রেসিপি বা খাজা মিষ্টি যা প্রধানত উৎসবের সময় তৈরি করা হয়। কিভাবে তৈরি হয়।
আরও পড়ুন– ১০ টাকার এই কয়েন রয়েছে? মুহূর্তে বদলে যাবে ভাগ্য… বিরাট সুখবর আপনার জন্য, কী করতে হবে জানুন
advertisement
advertisement
প্রথমেই ময়দার সঙ্গে তেল, খুব ভাল করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটু নরম করে একটা ডো বানিয়ে রাখতে হবে এবং তারপর একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে অন্তত ১৫ মিনিট রেখে দেবো। তারপর লেচি কেটে নিতে হবে। এবারে রুটি থেকে বড়ো করে বেলে নিতে হবে । তারপর বেলার পর টাইট করে এক সাইড থেকে গোল করে মুড়িয়ে অন্যদিকে নিয়ে যেতে হবে।
advertisement
আরও পড়ুন–দিঘার সমুদ্রে দানবীয়…! ছুটে এল কাতারে কাতারে মানুষ, ভয়ঙ্কর দৃশ্য দেখলে আঁতকে উঠবেন আপনিও
এবার ওখান থেকে ছোট ছোট করে কেটে নিয়ে সেগুলোকে লম্বা দিক থেকে বেলে তৈরি করে নিতে হবে খাজা গুলো। তারপরে কড়াইতে তেল গরম করে মিডিয়াম আঁচে সব ক’টা খাজা ভেবে নিতে হবে। এবারে চিনি এবং জল মিশিয়ে একটা ঘন করে রস বানিয়ে নিয়ে খাজা গুলো একটু ঠান্ডা হয়ে গেলে রসে ফেলে এপিঠ ওপিঠ করে ভাল করে রস মাখিয়ে তুলে রাখতে হবে এবং ঠান্ডা হলে পরিবেশন করতে হবে। এইভাবে বানালে মুচমুচে ও রসালো হবে মুখে দিলেই মিলিয়ে যাবে। তাই আর দেরি না করে বানিয়ে ফেলুন বাড়িতে খাজা।
advertisement
সুমন সাহা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 17, 2024 8:37 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Puri Khaja Recipe: মুখে দিলেই গলে যাবে! মুচমুচে কুড়মুড়ে পুরীর খাজা সহজেই বানিয়ে নিন বাড়িতেই, রইল রেসিপি









