Puja Recipes 2023: বেগুন বেগম! চিকেন কিমা দিয়ে বেগুনের এই রান্না খেলে ভুলে যাবেন সর্ষে ইলিশ!

Last Updated:

Puja Recipes 2023: খুব সহজেই বাড়িতে বানান এই বেগুন বেগম! জানুন রেসিপি

কলকাতা: দুর্গা পুজো বাঙালির সেরা উৎসব! পুজোর চারদিন ঠাকুর দেখা! মণ্ডপে আড্ডা, বন্ধুদের সঙ্গে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা! আর দারুণ দারুণ সব খাবার না হলে মন যেন ভরে না! এই সময় সকলেই নানা রেস্তোরাঁতে ভিড় জমান! আবার এই ক’দিন বাড়িতেও চলে নানা রকম রান্না! পুজোয় এবার বাড়িতে এই খাবার বানিয়ে সকলের মন জয় করতে পারেন খুব সহজেই! বাড়িতে বানান বেগুন বেগম! জানুন কীভাবে রাঁধবেন!
জানতে হবে কী কী উপকরণ ঠিক কতটা পরিমাণে লাগবে! ৪টি বড়ো সাইজের বেগুন, ৩০০ গ্রাম চিকেন কিমা , ৫০ গ্রাম পেঁয়াজ বাটা, বড়ো সাইজের একটা রসুন বাটা, আদা বাটা, এক চামচ নুন আন্দাজ মতো এক চাচামচ আমচুর, সামান্য সর্ষের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো চার্ট মশলা গোটা পোস্ত কাসুরি মেথি ৩০০ গ্রাম সর্ষের তেল!
advertisement
আরও পড়ুন: 
advertisement
উপকরণের সব মশলা দিয়ে চিকেন কিমাকে কিছুক্ষন মেখে রাখতে হবে পোস্ত ও বেসন পরে ব্যাবহার হবে এই বার বেগুন কে ভালো করে ধুয়ে লম্বা করে ফালি করতে হবে বেগুনের ভেতর থেকে দানা ও সব বারকরে নিতে হবে তারপর একটি পাত্র ওভেনে বসিয়ে তেল গরম করে মশলা মাখা চিকেন দিয়ে ভালোকরে কষা তে হবে তারপর নুন মিষ্টি দিয়ে নাবানোর আগে কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নিতে হবে ৷ বেগুনের মধ্যে মশলা চিকেন ভরে বেসন গোলা তৈরি করে উপর থেকে প্রলেপ দিয়ে পোস্ত ছড়িয়ে ডোবা তেলে ভাজতে হবে লাল করে সিমে ভাজতে হবে গরম ভাতে অসাধারণ লাগে খেতে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Puja Recipes 2023: বেগুন বেগম! চিকেন কিমা দিয়ে বেগুনের এই রান্না খেলে ভুলে যাবেন সর্ষে ইলিশ!
Next Article
advertisement
Burdwan News: টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
  • তরুণীদের গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করল এক যুবক! আর মুহূর্তে সেই ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। অবিলম্বে ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

VIEW MORE
advertisement
advertisement