Propose Day 2021: মনের কথা মুখে আনুন, রইল প্রেম নিবেদনের সেরা কিছু টেক্সট

Last Updated:

প্রোপোজ করার সময়ে প্রত্যাখ্যানের ভয় আমাদের সবার থাকে। কিন্তু সাহস জোগাড় করাটাও জরুরি- তিনি তো রাজিও হয়ে যেতে পারেন!

#কলকাতা: দিনটা যখন মনের কথা মুখ ফুটে বলার, তখন আর সঙ্কোচ কেন? যাঁকে পছন্দ, তিনি ভালোবাসার প্রস্তাব নাকচ করে দিতে পারেন মুখের উপরে- এই দ্বিধা মনে কাজ করছে কি?
সে করতেই পারে! প্রোপোজ করার সময়ে প্রত্যাখ্যানের ভয় আমাদের সবার থাকে। কিন্তু সাহস জোগাড় করাটাও জরুরি- তিনি তো রাজিও হয়ে যেতে পারেন!
তাই দুই দিক বজায় রেখে সাহায্য নেওয়া যাক টেক্সটের! তাতে সামনাসামনি বলার হ্যাপাটাও রইল না, আবার প্রোপোজ করাও হল!
advertisement
দেখুন তো, এই টেক্সটগুলো কাজে লাগে কি না!
১. রাত ছিল শীতে মোড়া,
advertisement
দিন ছিল কালো,
যে-ই তুমি দেখা দিলে
সূর্য ঝলমলালো!
২. প্রথম দেখা থেকেই তোমায় ভালোবেসেছি স্ট্রং,
রাজি হলে ভালোবেসে যাব লাইফলং!
৩. হাঁটু মুড়ে বসে তোমায়,
বলতে চাইছি মনের কথা,
বাড়িয়ে দাও তোমার হাত,
নইলে মনের বাড়ছে ব্যথা!
৪. আমি যেন ঢাল,
আর তুমি তরবারি,
advertisement
বলছি আজ শপথ করে-
তুমিই আমার প্রিয় নারী!
৫. সব পথ এসে,
মিলে যাবে শেষে,
যেথায় মোদের বাড়ি,
বলো ভাব না কি আড়ি?
৬. কত যে সাগর-নদী, পেরিয়ে এলাম আমি,
কত পথ হলাম যে পার,
লক্ষ্মীটি আমার হও,
ভালোবেসে যাব প্রতি বার!
advertisement
৭. প্রথম দেখায় হৃদয় আমার চিনেছে তেমাকে,
কাছে না-ও টেনে, ফেলো না দূরে রেখে!
৮. ভালোবাসার নিটোল দাগে,
আমার জীবন পূর্ণ করো,
দু'জন মিলে বৃত্ত গড়ি,
সঙ্গে থাকো, হাতটি ধরো!
৯. সুখের দিনে পাশে পাবে,
থাকব তেমন চাপের দিনে।
ভিড়ের মধ্যে চাইছি তোমায়,
আমার হও, নাও চিনে!
advertisement
১০. তোমার হৃদয় ওয়াই-ফাই,
আমার হৃদয় একটা রুটার!
কানেকশন এসে গেলেই,
বাজিয়ে দেবো বিয়ের হুটার!
বিধিসম্মত সতর্কীকরণ: সব শেষে 'হ্যাপি প্রোপোজ ডে' লিখতে ভুললে চলবে না!
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Propose Day 2021: মনের কথা মুখে আনুন, রইল প্রেম নিবেদনের সেরা কিছু টেক্সট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement