শীতকালভর বিয়ের নিমন্ত্রণ, ৫ রকমের আইলাইনার ব্রাশের ব্যবহার দেখে রাখুন
- Written by:Trending Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Eye Make Up: যত সময় গড়ায় ব্রিসলগুলো ভঙ্গুর হতে শুরু করে। তাই পেশাদার মেকআপ ব্রাশ কেনাই ভাল।
আইলাইনার লুক তৈরির জন্য ব্রাশ গুরুত্বপূর্ণ। তবেই চোখ দেখাবে ভরাট দীঘির মতো। বাজারে কমপ্লিমেন্টারি মেকআপ ব্রাশ পাওয়া যায়। কিন্তু ব্রিসলগুলো শক্তিশালী এবং ভাল ভাবে রাখা যায় কি না দেখতে হবে। তবে যত সময় গড়ায় ব্রিসলগুলো ভঙ্গুর হতে শুরু করে। তাই পেশাদার মেকআপ ব্রাশ কেনাই ভাল। যেমন স্ট্যান্ডার্ড স্ট্রেট স্ট্রোকের জন্য স্কোয়ার শেপ মেকআপ ব্রাশ। আবার উইংসের জন্য দরকার অ্যাসিমেট্রিক মেকআপ ব্রাশ।
ফাইন লাইনার ব্রাশ: ফাইন লাইনার আই মেকআপ ব্রাশ পাতলা। সূক্ষ্মরেখা আঁকার জন্য আদর্শ। অন্যান্য লাইনের উপরে লেয়ারিং লাইন আঁকা যায়। কিন্তু এ ছাড়া অন্য কোনও কাজে লাগে না বললেই চলে। এই ধরনের আইলাইনার ব্রাশ দিয়ে বাঁকা বা উইঙ্গড লাইন আঁকা যায় না।
গম্বুজ আকৃতির সেমি ফ্ল্যাট ব্রাশ: জেল আইলাইনারগুলি প্রায়শই এই গম্বুজ-আকৃতির, আধা-ফ্ল্যাট ব্রাশের সঙ্গে সবচেয়ে ভাল যায়। ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় পণ্য সহ চোখের ব্রাশ লোড করা সহজ হয়ে যায়। চোখের মেকআপ ব্রাশের ঘনত্বের কারণে তুলনামূলকভাবে পুরু, কৌণিক এমনকী উইঙ্গড লাইন আঁকাও সহজ হয়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুন : সুস্থ থাকতে মহিলারা এভাবে পরিচ্ছন্ন রাখুন নিজেকে
অ্যাঙ্গেল বেন্ট আইলাইনার ব্রাশ: প্রায় কোনও আইলাইনারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয় এমন পাতলা রেখা আকার জন্য অ্যাঙ্গেল বেন্ট আইলাইনার ব্রাশের প্রয়োজন। এই ব্রাশের বাঁকানো দিকটা দিয়ে কার্ভড লাইন এবং উইংড তৈরি করা যায়। এক কথায়, অ্যাঙ্গেল বেন্ট আইলাইনার ব্রাশ উইংড আইলাইনারের জন্য আদর্শ।
advertisement
ফ্ল্যাট অ্যাঙ্গেল টিপ ব্রাশ: আঁটসাঁট বা তির্যক কৌণিক রেখাগুলি তৈরি করতে, ফ্ল্যাট অ্যাঙ্গেলড টিপ ব্রাশ ব্যবহার করতে হবে। এই ব্রাশের লোমগুলো কৌণিক আকারে প্যাক করা থাকে। ফ্ল্যাট অ্যাঙ্গেল টিপ ব্রাশ তিনটি ভিন্ন কোণে পাওয়া যায়, ছোট, মাঝারি এবং বড়। ক্যাট আইলাইনার আঁকার জন্য এটা আদর্শ। ঘন লাইনের সঙ্গে আলাদা নাটকীয়তা যোগ করে।
advertisement
ফ্ল্যাট টিপ ব্রাশ: চোখের এই মেকআপ ব্রাশটি ফ্ল্যাট এবং শক্তভাবে প্যাক করা। তাই ব্যবহার করা সহজ। পুরোপুরি সরলরেখা আঁকতে এর জুড়ি নেই। চোখে আলো-আঁধারি ভাব এনে দেয়।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 10, 2022 12:37 PM IST








