Holi Herbal Colour: দোলে ভেষজ রং কিনতে গিয়ে ঠকছেন না তো? Herbal কালার চেনার কয়েকটা নিয়ম জানুন

Last Updated:

প্যাকেটজাত ভেষজ রঙের মধ্যে প্যাকেটের উপরে “Harbal Product", "Pure Starch Base” কিংবা "100% Herbal Product" লেখাটি লেখা থাকে।

+
News18

News18

কোচবিহার: বসন্তের দোল উৎসবে মেতে ওঠেন ছোট থেকে বড় সকলে। বহু মানুষ এই দোল উৎসবকে বসন্ত উৎসব বলেও সম্বোধন করে থাকেন। এই বিশেষ উৎসবের দিনে সকলে সকাল থেকে মেতে ওঠেন বিভিন্ন ধরনের রঙের খেলায়। এই কারণেই বাজারের বিভিন্ন দোকানে রঙের সম্ভার চোখে পড়তে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে সাধারণ রঙ যেমনি পাওয়া যাচ্ছে বিভিন্ন দোকানে। তেমনি বহু দোকানে বিক্রি হচ্ছে ভেষজ উপাযয়ে তৈরি রঙ। যেগুলিকে হার্বাল রঙ হিসেবে বেশি চেনেন ক্রেতারা। তবে সকলের মনে একটাই প্রশ্ন। কিভাবে চিনব ভেষজ রঙ?
বলে রাখা ভাল ভেষজ রং চেনার পদ্ধতি একেবারেই সহজ। কোচবিহারের বেশকিছু ব্যবসায়ী দীর্ঘ সময় ধরে এই ধরনের ভেষজ বা হার্বাল রঙ বিক্রি করে আসছেন। ব্যবসায়ী বিশ্বজিৎ বণিক জানান, “সাধারণ ভাবে এই হার্বাল রঙ গুলি কালো রঙের হয় না। কারণ এগুলি ভেষজ বিভিন্ন উপায়ে তৈরি হয়। এছাড়া প্যাকেটজাত ভেষজ রঙের মধ্যে প্যাকেটের উপরে “Harbal Product”, “Pure Starch Base” কিংবা “100% Herbal Product” লেখাটি লেখা থাকে। ক্রেতারা সেই লেখা দেখেই চিনতে পারবেন হার্বাল বা ভেষজ উপায়ে তৈরি রঙ গুলিকে। “
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
তিনি আরোও জানান, “কোচবিহারের দোকানে দোকানে ইতিমধ্যেই দোল উপলক্ষে কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। তবে এই বছর বাজারে আসা ভেষজ আবিরের সম্ভার সকলের মন কেড়ে নিতে চলেছে।” আরেক ব্যবসায়ী বিশ্বনাথ বণিক জানান, “এই ধরনের ভেষজ রঙ গুলি একেবারেই সফট ধরনের হয়ে থাকে। হাতে নিলে একেবারে পাউডারের মতন মনে হয়। এইভাবেই হার্বাল বা ভেষজ রঙ চিনতে পারবেন ক্রেতারা। এছাড়া এই রঙ গায়ে লাগালে সেঁটে বসে যায় না। কাপড় দিয়ে হালকা করে মুছলেই রঙ উঠে যায়। এই রঙ গুলি বিশেষ প্যাকেটেই বিক্রি হয়। দাম থাকে ২০ থেকে ৩০ টাকার মধ্যে।”
advertisement
বর্তমান সময়ে সচেতন অভিভাবকরা ভেষজ আবিরের দিকে বেশি ঝুঁকেছেন। সন্তানের ত্বকের দিকে খেয়াল রেখে অন্য রঙ কিনতে রাজি হচ্ছেন না তাঁরা। বদলে শরীরের পক্ষে সহনশীল ভেষজ আবিরেই আস্থা রাখছেন বেশিরভাগ অভিভাবক। তাই এই বছর ভেষজ আবির কেনার ঝোঁক অনেকটাই বেশি সকল মানুষের মধ্যে। বিগত বছরগুলির তুলনায় চলতি বছরে ভেষজ রঙের চাহিদা বেড়েছে অনেকটা।
advertisement
Sarthak Pandit
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Holi Herbal Colour: দোলে ভেষজ রং কিনতে গিয়ে ঠকছেন না তো? Herbal কালার চেনার কয়েকটা নিয়ম জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement