Pregnant Man: ‘গর্ভবতী তরুণের’ শরীরে বাড়ছে ‘সন্তান’! স্ফীত উদর নিয়ে নাগপুরের এই তরুণ ছিলেন ‘অন্তঃসত্ত্বা পুরুষ’

Last Updated:

Pregnant Man: নাগপুরের এই বাসিন্দা গত শতকের ছয় দশকে দীর্ঘ দিন ছিলেন সংবাদের শিরোনামে। তাঁর বিশাল উদর সব সময়েই ছিল আলোচনার কেন্দ্রে।

দীর্ঘ দিন ছিলেন সংবাদের শিরোনামে
দীর্ঘ দিন ছিলেন সংবাদের শিরোনামে
‘অন্তঃসত্ত্বা পুরুষ’-আপাত অসম্ভব এই বিশেষণকেই সত্যি বলে প্রমাণ করেছিলেন সঞ্জু ভগত। নাগপুরের এই বাসিন্দা গত শতকের ছয় দশকে দীর্ঘ দিন ছিলেন সংবাদের শিরোনামে। তাঁর বিশাল উদর সব সময়েই ছিল আলোচনার কেন্দ্রে। ৩৬ বছরের বেশি সময় বিশাল বপু নিয়ে কাটানোর পর জানা যায় সঞ্জু তাঁর দেহে বহন করছিলেন নিজের যমজ ভাই বা বোনকে।
অল্প বয়সে চিকিৎসা সংক্রান্ত কোনও সমস্যা দেখা যায়নি তাঁর মধ্যে৷ বয়স কুড়ির কোঠায় পৌঁছনর পর দ্রুত হারে স্ফীত হতে থাকে পেট৷ প্রথম দিকে বিশেষ গুরুত্ব না দিলেও পরিস্থিতি এমন জায়গা পৌঁছয় যে সঞ্জুর শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়৷
১৯৯৯ সালে তাঁকে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়৷ ডাক্তাররা প্রথমে ভেবেছিলেন তাঁর পেটে টিউমর আছে৷ চিকিৎসকরা অস্ত্রোপচার করে হতবাক হয়ে যান৷ তাঁরা সঞ্জুর পেট থেকে একে একে বার করে আনেন মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ, এমনকি চুল!
advertisement
advertisement
ডাক্তাররা এই বিরল ঘটনাকে বলেন ‘ফেটাস ইন ফেটু’ বলে৷ অন্য পরিভাষায় একে বলা হয় ‘ভ্যানিশিং টুইন সিন্ড্রোম৷’ অর্থাৎ এক্ষেত্রে সঞ্জুর মা যখন অন্তঃসত্ত্বা হন, তখন তাঁর গর্ভে প্রাথমিক ভাবে যমজ ভ্রূণ ছিল৷ কিন্তু প্রকৃতির অদ্ভুত খেয়ালে একটি ভ্রূণ মিশে যায় অপরটির সঙ্গে৷ মায়ের দেহের ভিতরে একটি ভ্রূণকে ভিতরে নিয়ে বাড়তে থাকে অপর ভ্রূণ৷ ভূমিষ্ঠ হওয়ার সময়ও সেভাবেই হয়৷ অর্থাৎ যমজের মধ্যে একটি সন্তান জন্মায়৷ তার পেটে থাকে যমজ ভাই বা বোন৷
advertisement
আরও পড়ুন : আকাশছোঁয়া অর্থপ্রাপ্তি, চাকরির প্রোমোশনে বেতন বৃদ্ধি, সম্পদের পাহাড়, ব্যবসায় প্রচুর লাভ…আজ জয়া একাদশীতে কপাল খুলবে এই ৫ রাশির
ভূমিষ্ঠ হওয়া শিশু সময়ের সঙ্গে বড় হতে থাকে৷ তার দেহেই পরজীবী হয়ে বাড়তে থাকে যমজ ভাই বা বোন৷ নাগপুরের সঞ্জুর মতো প্রথমে উপেক্ষা না করলে আরও আগেই মুক্তি মেলে এই বিপত্তি থেকে৷ অস্ত্রোপচারের পর তার পেট থেকে বার হওয়া পরজীবী ভ্রূণকে দেখতে চাননি সঞ্জু৷ বিপন্মুক্ত হয়ে ফিরে যান স্বাভাবিক জীবনে৷ কিন্তু অন্তঃসত্ত্বা পুরুষের পরিচয় এড়িয়ে যেতে পারেননি৷
advertisement
সাধারণত ফেটাস ইন ফেটু-র মতো বিরল ক্ষেত্রে দু’টি অথবা একটি ভ্রূণ মারা যায় ভূমিষ্ঠ হওয়ার আগেই৷ কিন্তু চেনা সব হিসেব পাল্টে গিয়েছিল সঞ্জু ভগতের বেলায়৷ নাগপুরের এই যুবকের বেলায় তিনি শুধু ভূমিষ্ঠই হননি, তাঁর শরীরে পরজীবী হয়ে বেড়ে উঠেছিল তাঁর যমজ ভাই বা বোন৷ যত দিন না চূড়ান্ত অস্ত্রোপচার হয়েছে, তত দিন জীবিত ছিল সেটি৷ অস্ত্রোপচারের পর পরই মৃত্যু হয় পরজীবী ভ্রূণটির৷
advertisement
এই ঘটনা চিকিৎসা শাস্ত্রের বিরলতমর মধ্যে বিরলতম বলে পরিগণিত হলেও সঞ্জু ভগতের কাছে ছিল চরম লজ্জার বিষয়৷ জীবনভর ব্যঙ্গের শিকার হয়েছেন তিনি৷ এমনকি, পুরনো পরিচয় ছেড়ে যায়নি অস্ত্রোপচারের পরও৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pregnant Man: ‘গর্ভবতী তরুণের’ শরীরে বাড়ছে ‘সন্তান’! স্ফীত উদর নিয়ে নাগপুরের এই তরুণ ছিলেন ‘অন্তঃসত্ত্বা পুরুষ’
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement