#কলকাতা: এ বিশ্বে কত ধরনের ঘটনাই না ঘটে প্রতিদিন । ১৩০ কোটির দেশে কত ধরনের মানুষ... তাঁদের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, জাতি আলাদা, শখ-স্বভাব-আচার-ব্যবহার সবই আলাদা । তাই এ দেশের গলিতে গলিতে লুকিয়ে রয়েছে হরেক কিসিমের যত কাণ্ড কারখানা । শুধু তাই নয়, দেশের সীমা ছাড়িয়ে বিদেশও এখন এসে পড়েছে হাতের মুঠোর মধ্যে । আর আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে সে সমস্ত খবর নিমেষে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে । নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সে সব । কখনও ছবি, কখনও ভিডিও, কখনও অডিও । এই সমস্ত ভাইরাল খবরে বিতর্ক যেমন তৈরি হচ্ছে, তেমনই নিখাদ মজার ঘটনা আনন্দও দিচ্ছে মানুষকে । অনেক ভিডিও মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছে, উৎসাহ দিচ্ছে, অনুপ্রাণিত করছে ।
এই ভাইইরাল ছবি দেখে যেমন হেসে কুটিপাটি হয়ে গেলেন নেটিজেনরা । সম্প্রতি ট্যুইটারে পোস্ট হয়েছে ছবিটি । নিমেষেই সেটি সুপার ভাইরাল হয়ে যায় ।
"hold on babe, let me finish my shift" #WFH pic.twitter.com/6Z6gO5kIvI
— Diaper Don (@NamasteTrumpi) February 10, 2021
hold on babe , let me delete my search history pic.twitter.com/PTCtOK2vya
— lee (@shinigamihelloh) February 9, 2021
"hold on babe let me check my twitter notifications first" pic.twitter.com/Fz9qjDrKj9
— paneer (@albertkamuh) February 9, 2021
"hold on babe let me check my twitter notifications first" pic.twitter.com/Fz9qjDrKj9
— paneer (@albertkamuh) February 9, 2021
hold on babe let me make one more dancing frog video pic.twitter.com/0mC6Z3AyoD
— s (@ghammmhours) February 9, 2021
এই ছবি দেখে নানারকম রঙ্গ-রসিকতা শুরু করেছেন নেটনাগরিকরা । ‘‘একটু ধরে রাখো বেবি’’ লেখার সঙ্গে এই ছবিটা এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bride, Groom, Viral Picture