Home /News /life-style /

ফুলশয্যার খাটে অপেক্ষা করছে নববধূ, বরবেশে স্বামী মগ্ন কম্পিউটারে! তুমুল ভাইরাল ছবি

ফুলশয্যার খাটে অপেক্ষা করছে নববধূ, বরবেশে স্বামী মগ্ন কম্পিউটারে! তুমুল ভাইরাল ছবি

‘‘একটু ধরে রাখো বেবি’’ লেখার সঙ্গে এই ছবিটা এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।

 • Share this:

  #কলকাতা: এ বিশ্বে কত ধরনের ঘটনাই না ঘটে প্রতিদিন । ১৩০ কোটির দেশে কত ধরনের মানুষ... তাঁদের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, জাতি আলাদা, শখ-স্বভাব-আচার-ব্যবহার সবই আলাদা । তাই এ দেশের গলিতে গলিতে লুকিয়ে রয়েছে হরেক কিসিমের যত কাণ্ড কারখানা । শুধু তাই নয়, দেশের সীমা ছাড়িয়ে বিদেশও এখন এসে পড়েছে হাতের মুঠোর মধ্যে । আর আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে সে সমস্ত খবর নিমেষে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে । নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে সে সব । কখনও ছবি, কখনও ভিডিও, কখনও অডিও । এই সমস্ত ভাইরাল খবরে বিতর্ক যেমন তৈরি হচ্ছে, তেমনই নিখাদ মজার ঘটনা আনন্দও দিচ্ছে মানুষকে । অনেক ভিডিও মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছে, উৎসাহ দিচ্ছে, অনুপ্রাণিত করছে ।

  এই ভাইইরাল ছবি দেখে যেমন হেসে কুটিপাটি হয়ে গেলেন নেটিজেনরা । সম্প্রতি ট্যুইটারে পোস্ট হয়েছে ছবিটি । নিমেষেই সেটি সুপার ভাইরাল হয়ে যায় ।

  ছবিটি কোনও এক জনৈক ব্যক্তির ফুলশয্যার রাতের । ছবিটিতে দেখা যাচ্ছে, সাজানো ঘর, সেখানে ফুল দিয়ে সাজানো ফুলশয্যার খাট । ঘর আলো করে খাটের মধ্যিখানে বসে রয়েছেন নববিবাহিতা কনে । কিন্তু বরের সময় নেই তাঁর কাছে যাওয়ার । কম্পিউটারে তখনও কাজ করছেন তিনি । অন্যদিকে, নববধূ অপেক্ষা করছেন বরের জন্য ।

  এই ছবি দেখে নানারকম রঙ্গ-রসিকতা শুরু করেছেন নেটনাগরিকরা । ‘‘একটু ধরে রাখো বেবি’’ লেখার সঙ্গে এই ছবিটা এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।

  Published by:Simli Raha
  First published:

  Tags: Bride, Groom, Viral Picture

  পরবর্তী খবর