Phuchka: ফুচকার সঙ্গে গান ফ্রি, গাইতে পারেন আপনিও, কোথায় বলুন তো এই দোকান? জেনে নিন ঠিকানা
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Phuchka: আশিস ও ধীতা-র দোকান 'ফুচকাবাজ'- এ একবার ফুচকা খেলে স্বাদ ভুলবেন না
সোনারপুর: ফুচকা পার্লারে নিজের গলায় গান গেয়ে ফুচকা খাওয়াচ্ছেন রাজপুরের আশিস। চেনা ছকের বাইরে বেরিয়ে জীবনকে চেনা ছিল তাঁর স্বভাব ৷ এই স্বভাবের কারণেই নানা ঘাত-প্রতিঘাত সহ্য করতে হয়েছে তাঁকে ৷ সব ক্ষেত্রেই পাশে থেকেছেন তাঁর বান্ধবী। নামী কর্পোরেট সংস্থার বিজ্ঞাপন বিভাগের কর্মী ছিলেন আশিস ৷ কাজের ছেলে বলে সকলের কাছেই প্রিয় ছিল সে ৷ বরাবরই নিজের দক্ষতার উপর ভরসা ছিল তাঁর৷ নতুন কিছু করার স্বপ্নে এককথায় কর্পোরেট সংস্থার মোটা মাইনের চাকরি ছেড়ে দেন ৷ এর পর আশিস আর তাঁর বান্ধবী মিলে শুরু করেন ‘ফুচকাবাজ’।
রাজপুর বিদ্যানিধি স্কুলের বিপরীতে আশিস ও ধীতা-র দোকান ‘ফুচকাবাজ’ । এখানে রয়েছে হরেক রকমের ফুচকা ৷ ফুচকার টানে নানা জায়গা থেকে মানুষে ভিড় জমায় এই দোকানে। শুধু ফুচকা নয়, পাওয়া যায় আরও অনেক খাবার। দোকানেই মাঝেমধ্যে গিটার হাতে বসে পড়েন আশিস ৷ অনেকেই সঙ্গ দেয় তাঁকে ৷ পাশাপাশি সাফল্যের সঙ্গে পডকাস্ট করছেন আশিস ৷ চেনা পথের বাইরে বেরিয়ে আশিস-ধীতার ‘ফুচকাবাজ’ তাঁদের সম্পর্কের মতোই মজবুত।
advertisement
সুমন সাহা
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2025 3:57 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Phuchka: ফুচকার সঙ্গে গান ফ্রি, গাইতে পারেন আপনিও, কোথায় বলুন তো এই দোকান? জেনে নিন ঠিকানা