Pet Care: গরমে প্রিয় পোষ্য অসুস্থ হয়ে পড়ছে? সুস্থ রাখতে কী করবেন? জানুন চিকিৎসকের মত

Last Updated:

Pet Care: বাড়ির প্রিয় পোষ্যকে সুস্থ রাখুন। গরমে আলাদা করে যত্ন না নিলেই বিপদ! জানুন কী কী করতে হবে

+
গরমে

গরমে পোষ্যর শরীর কিভাবে সুস্থ রাখবেন

হাওড়া: এই গরমে পোষ্যকে কিভাবে সুস্থ রাখবেন! কী কারণে হঠাৎ প্রিয় পোষ্য অসুস্থ হয়ে পড়ছে, বহু চেষ্টা করেও কারণ জানতে পারছেন না। হয়ত অজান্তে ছোটখাট ভুল এর কারণ হয়ে দাঁড়াচ্ছে। ডাক্তারি মতে গরমে মানুষের থেকে কয়েক গুণ বেশি কষ্টে থাকে পোষ্য। এই গরমে কোন ধরনের খাবার উপযুক্ত, আবার কোন ধরনের খাবার শরীর অসুস্থ রাখতে পারে পোষ্য’র। এ বিষয়ে বেসিক ধারণা থাকা দরকার মানুষের। এই সময় ডায়রিয়া, হিট স্ট্রোক, ডিসটেম্পার, হেপাটাইটিস, পারগো, ইনফ্লুয়েঞ্জর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে পোষ্যর।
গরমে দিশেহারা মানুষ পাশাপাশি নাজেহাল হতে হচ্ছে পশু পাখিদের। শরীর সুস্থ রাখতে ডাক্তারি পরামর্শ মেনে চলা উচিত। সেই দিক থেকে পশু পাখিদের শরীর ঠিক রাখতে কি কোন সতর্কতা মেনে চলতে হবে জানুন। সে বিষয়ে বিস্তারিত জানালেন ডা: তাপস কুমার সাঁতরা। এই গরমে পোষ্যকে সুস্থ রাখতে ছায়া এবং ঠান্ডা জায়গার বিশেষ প্রয়োজন। খেয়াল রাখতে হবে পর্যাপ্ত জলের দিকে, খাবার জল গরম না হয়, পরিবর্তন করে দিতে হবে কিছুক্ষণ অন্তর।
advertisement
advertisement
একইসঙ্গে খেয়াল রাখতে হবে একবারে বেশি পরিমাণ খাবার না হয়। বারবার অল্প অল্প খাবার দেওয়া। দারুণ গরমে মানুষ শরীর সুস্থ রাখতে সাদা মাটা খাবার গ্রহণ করে। পশুপাখিদের ক্ষেত্রেও একইভাবে গুরুত্ব রাখতে হবে খাবারে। যদিও পোষ্য কুকুরদের ভ্যাকসিন অনেকটা নিরাপদ রাখে। সেই তুলনায় রাস্তার কুকুর বিড়ালের ঝুঁকি অনেক বেশি থাকে শরীর খারাপের।এই গরমে পোষ্যর স্নান করানো প্রয়োজন, তবে খুব রোদ্দুরের উত্তাপের সময় স্নান করানো একেবারেই উচিত নয়। অল্প সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pet Care: গরমে প্রিয় পোষ্য অসুস্থ হয়ে পড়ছে? সুস্থ রাখতে কী করবেন? জানুন চিকিৎসকের মত
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement