Optical Illusion: বরফাবৃত জঙ্গলেই লুকিয়ে ছোট্ট কুকুর; ৭ সেকেন্ডে খুঁজে পেলে আপনিই জিনিয়াস

Last Updated:

Optical Illusion: এই অপটিক্যাল ইলিউশন বেশ কঠিন। কারণ কুকুরটির আকার এতটাই ছোট যে, তা সহজে চোখে পড়বে না।

দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধাঁয় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধাঁর সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি এমনই এক ধাঁধাঁ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! প্রথমে ছবিটিতে কী কী দেখা যাচ্ছে, সেটাই দেখে নেওয়া যাক। সাদা তুষারে আবৃত একটি জঙ্গলের দৃশ্য। যেদিকে তাকানো যায়, সেদিকেই শুধু বরফ আর বরফ। গাছের পাতা একটিও অবশিষ্ট নেই। ছোট-বড় সব গাছের ডাল ঢেকে গিয়েছে সাদা বরফে। তবে এরই মধ্যে লুকিয়ে রয়েছে একটি ছোট্ট কুকুর। তাকেই ৭ সেকেন্ডে খুঁজে বার করতে হবে!
advertisement
advertisement
তবে আগেই বলে দেওয়া ভাল যে, এই অপটিক্যাল ইলিউশন বেশ কঠিন। কারণ কুকুরটির আকার এতটাই ছোট যে, তা সহজে চোখে পড়বে না। ফলে অধিকাংশ মানুষ হয়তো কুকুরটিকে খুঁজে বার করতে পারবেন না। ১০০০ জনের মধ্যে মাত্র ১ জনই কুকুরটিকে খুঁজে বার করতে পেরেছেন।
advertisement
তবে আমরা ছোট্ট ছোট্ট হিন্ট দিতে পারি। প্রথমে কুকুরটির লেজ খোঁজা যেতে পারে। এর পর একে একে মাথা, শরীর, মুখ খুঁজলে আশা করি পাওয়া যাবে তাকে। খুঁজে পেলে তো কথাই নেই! আর না পাওয়া গেলেও অসুবিধা নেই! আমরাই বলে দিচ্ছি সঠিক উত্তর। ছবিটির একেবারে মাঝবরাবর তাকানো যাক। বড় গাছগুলির মাঝেই রয়েছে কুকুরটি!
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Optical Illusion: বরফাবৃত জঙ্গলেই লুকিয়ে ছোট্ট কুকুর; ৭ সেকেন্ডে খুঁজে পেলে আপনিই জিনিয়াস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement