Village Resort To Digha: দিঘা যাওয়ার পথে গ্রাম্য প্রকৃতিতে এই রিসর্ট গরমের ক্লান্তি দূর করবে! একদিনের জন্য ফুল ফ্যামিলি পারফেক্ট ট্রিপ রইল ঠিকানা
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
এই তীব্র গরমে শহুরে জীবন থেকে এবার মুক্তি পেতে হলে চলে আসুন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের পাঁউশি গ্রামে। এই গ্রামেই রয়েছে একটি রিসর্ট। বাগদা নদীর তীরে, গ্রাম্য প্রকৃতির মাঝে এই রিসর্ট ইকো ট্যুরিজমের আদর্শ উদাহরণ।
ভগবানপুর: শহরে বাঁধা ধরা জীবনে একঘেয়েমি থেকে মুক্তি পেতে চায় মন। মন খুঁজে কোন গ্রাম্য পরিবেশ। কিন্তু গ্রাম্য পরিবেশে বেড়ানোর জায়গা খুবই কম। তীব্র গরমে কলকাতার কাছে পিঠে বেড়ানোর জায়গা বলতে হাতের কাছে দিঘা মন্দারমণি। বা একটু দূর হলে দার্জিলিং বা ডুয়ার্সের কোন জায়গা। কিন্তু এই গরমে বেশিরভাগ পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়। বিশেষ করে হিলস্টেশন গুলিতে। ফলে ছুটি কাটানোর আনন্দটাই মাটি হয়ে যায়। তবে আর চিন্তা নেই দিঘা যাওয়ার পথেই গ্রামের ভিতর এই ইকো ট্যুরিজম রিসোর্টটি তীব্র গরমে শহুরে জীবন থেকে মুক্তির স্বাদ দেবে।
ক্যালেন্ডারের পাতায় মে মাস! গরমে প্রাণ ওষ্ঠাগত বাঙালির। দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দাবদাহ চলছে। স্বস্তির বৃষ্টির কোন দেখা নেই। কিছুজনের, অফিস বা বাড়িতে এসি থাকলেও বেশিরভাগ মানুষই গরমে নাজেহাল। অন্যদিকে স্কুল-কলেজে লম্বা ছুটি। মন বসে না ঘরেতে। কাছেপিঠে বেড়াতে যেতে ভালবাসে ভ্রমণ প্রিয় বাঙালিরা। এই তীব্র গরমে শহুরে জীবন থেকে এবার মুক্তি পেতে হলে চলে আসুন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের পাঁউশি গ্রামে। এই গ্রামেই রয়েছে একটি রিসোর্ট। বাগদা নদীর তীরে, গ্রাম্য প্রকৃতির মাঝে এই রিসোর্ট ইকো ট্যুরিজমের আদর্শ উদাহরণ।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
রিসোর্ট রয়েছে মাটির ও বাঁশের তৈরি ঘরবাড়ি। রিসোর্ট জুড়ে রয়েছে একাধিক ফুল ও ফলের গাছ। এছাড়াও রিসোর্ট ভেতরে রয়েছে বড়পুকুর। দোলনা, খেলার মাঠ, গ্রাম বাংলার বিভিন্ন হারিয়ে যাওয়া জিনিস নিয়ে একটি মিউজিয়াম। পাউশি গ্রামে ওই রিসোর্টটিতে আলাদা খাওয়ার জায়গা। বসার জন্য একটি ওয়াচ টাওয়ার।
advertisement
সব মিলিয়ে গ্রাম্য প্রকৃতিতে এই রিসোর্ট একটি আদর্শ ইকোটোরিজমের উদাহরণ। ফলে শহরে জীবন থেকে মুক্তির স্বাদ পেতে চাইলে দিঘা যাওয়ার রাস্তায় কালিনগর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্ট। প্রতিদিনের থাকা খাওয়া নিয়ে জনপ্রতি এই রিসোর্ট এর ভাড়া মাত্র ২০০০ টাকা। তাহলে আর দেরি কেন চলে আসুন, গরম থেকে মুক্তি পেতে নদীর কোলে এই গ্রাম্য প্রকৃতিতে।
advertisement
সৈকত শী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2025 4:33 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Village Resort To Digha: দিঘা যাওয়ার পথে গ্রাম্য প্রকৃতিতে এই রিসর্ট গরমের ক্লান্তি দূর করবে! একদিনের জন্য ফুল ফ্যামিলি পারফেক্ট ট্রিপ রইল ঠিকানা