Bankura News: ফুটন্ত ঘিয়ে হাত দিয়ে পিঠে ভাজা ! মহিলারা নন, পুরুষরা পালন করেন এই বিশেষ রীতি, পিঠে প্রসাদ নিবেদন করা হয় মন্দিরে
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
এই সময় গ্রামের মহিলারা কোনওভাবেই পিঠে ভাজার কাজে অংশ নেন না। তাঁরা কিছুটা দূরে দাঁড়িয়ে ধামসা-মাদলের তালে তালে গান ও নৃত্যের মাধ্যমে ব্রতী পুরুষদের উৎসাহ জোগান।
বাঁকুড়া: বাঁকুড়ার তালডাংরা ব্লকের পাকুড়ডিহা গ্রামে বছরের একটি নির্দিষ্ট দিনে যে দৃশ্য দেখা যায়, তা শুধু উৎসব নয়—এক কঠোর কৃচ্ছসাধনের জীবন্ত উদাহরণ। গ্রামের আদিবাসী পুরুষেরা এক মাসের ব্রত শেষে গ্রামের প্রান্তের মাঠে সমবেত হন। সেখানে পুজো-আর্চার পর শুরু হয় এক অভিনব আচার—মাটির খোলায় ফুটতে থাকা খাঁটি ঘিয়ের মধ্যে খালি হাতে ডুবিয়ে গুড় পিঠে ভাজা। কোনও ধাতব খুন্তি বা আধুনিক উপকরণ নয়, শুধুই হাত—যেন যন্ত্রণা সহ্য করাই এই ব্রতের মূল শর্ত।
এই পিঠে ভাজার পদ্ধতি অত্যন্ত নিয়মবদ্ধ। প্রথমে মাটির খোলায় ধীরে ধীরে ঘি গরম করা হয়, তারপর নির্দিষ্ট মন্ত্রোচ্চারণের পর গুড় আর চালের মিশ্রণ হাতে নিয়ে ফুটন্ত ঘিয়ের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। মুহূর্তের অসাবধানতায় মারাত্মক দগ্ধ হওয়ার সম্ভাবনা থাকলেও, ব্রতী পুরুষেরা কোনও কষ্টের বহিঃপ্রকাশ করেন না। বিশ্বাস অনুযায়ী, যত নিঃশব্দে ও ধৈর্যের সঙ্গে এই পিঠে ভাজা সম্পন্ন হবে, ততই ব্রত সফল হবে।
advertisement
advertisement
এই সময় গ্রামের মহিলারা কোনওভাবেই পিঠে ভাজার কাজে অংশ নেন না। তাঁরা কিছুটা দূরে দাঁড়িয়ে ধামসা-মাদলের তালে তালে গান ও নৃত্যের মাধ্যমে ব্রতী পুরুষদের উৎসাহ জোগান। ঢোলের তালে তালে চলা এই সম্মান জানানোর পর্ব যেন যন্ত্রণার মুহূর্তকে উৎসবে রূপ দেয়। ফুটন্ত ঘিয়ে হাত ডুবিয়েও যাঁরা অবিচল থাকেন, তাঁদের এই সহনশীলতাই ধীরে ধীরে হয়ে ওঠে উৎসবের মূল আকর্ষণ।
advertisement
পিঠে ভাজা শেষ হলে সেই গুড় পিঠে প্রসাদ হিসেবে নিবেদন ও বিতরণ করা হয়। শত শত বছর ধরে চলে আসা এই আচার আজ আর শুধু গ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়—এখন তা এক বিশাল মেলার রূপ নিয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই বিরল পদ্ধতিতে হাতে করে পিঠে ভাজা দেখতে। আধুনিক রান্নাঘরের সব নিরাপত্তা ও আরামকে অগ্রাহ্য করে, শুধুমাত্র বিশ্বাস আর ব্রতের শক্তিতে ফুটন্ত ঘিয়ের মধ্যে হাত ডুবিয়ে পিঠে ভাজার এই রীতি নিঃসন্দেহে আদিবাসী সংস্কৃতির এক অনন্য ও বিস্ময়কর অধ্যায়।
advertisement
নীলাঞ্জন বন্দোপাধ্যায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,West Bengal
First Published :
Jan 19, 2026 8:37 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bankura News: ফুটন্ত ঘিয়ে হাত দিয়ে পিঠে ভাজা ! মহিলারা নন, পুরুষরা পালন করেন এই বিশেষ রীতি, পিঠে প্রসাদ নিবেদন করা হয় মন্দিরে










