Offbeat Destination: বন্য জন্তু দর্শনের পাশাপাশি বাউলগান-ছৌনাচ! অল্প খরচে বেড়ান এই অফবিট ঠিকানায়

Last Updated:

Offbeat Destination: অন্যরকম পর্যটনের স্বাদ নিতে পর্যটকেদের ভিড় জমাতে দেখা যায় এই জায়গায়

+
অ্যাডভেঞ্চার

অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সেরা ঠিকানা

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : একঘেয়ে বেড়ানোর ঠিকানা বদলে অনেকেই অফবিট ডেস্টিনেশনের সন্ধানে থাকেন। অফবিট ও অ্যাডভেঞ্চার টুরিজমের তালিকায় অনেকের কাছেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড় ছুঁয়ে থাকা খয়রাবেড়া পর্যটন কেন্দ্র। এটা এখন আর অযোধ্যা পাহাড়ের সাইট সিয়িং নয়। এই কেন্দ্র এখন আক্ষরিক অর্থেই একটি টুরিস্ট স্পট। ফলে অন্যরকম পর্যটনের স্বাদ নিতে পর্যটকেদের ভিড় জমাতে দেখা যায় এই জায়গায়।
এখানে রয়েছে পায়ে পায়ে অ্যাডভেঞ্চার। লম্বা টানা অযোধ্যা পাহাড় রেঞ্জে ঘন সবুজ অরণ্য। সেই সঙ্গে নীল জলরাশি। আর তার চারপাশ জুড়েই ঘন জঙ্গল। চোখের সামনে এমন ল্যান্ডস্কেপ ভেসে উঠলে যে কেউ যেতে চাইবেন। তাই রীতিমতো অফবিট টুরিজমের আমেজ উপভোগ করছেন পর্যটকরা।
অফবিট টুরিজমের পাশাপাশি খয়রাবেড়ায় বাড়তি পাওনা বাউলগান। সন্ধ্যা নামলেই খয়রাবেড়া লেকের পাশ থেকে ভেসে আসে বাউল গান। এই খয়রাবেড়ার পাশেই বুড়দা গ্রামের বাসিন্দা তথা গাইড মিঠুন সিং মুড়ার বাড়ি। তিনি গাইডের পাশাপাশি পর্যটকদের বাউল গান শোনান। ট্রেকিং-এর পথ বাতলে দিয়ে পর্যটকদের সঙ্গীও হন। দিনভর সাইট সিয়িং করে এসে বাউল আর বাঁশির সুরে রিসর্ট-এ বসেই পুরুলিয়ার লোকশিল্পেও ডুবে দিতে পারেন পর্যটকেরা।
advertisement
advertisement
খয়রাবেড়া রিসর্টে থাকছে ছৌ নাচ দেখারও সুযোগ। ভাগ্য সুপ্রসন্ন হলে দেখা মিলতে পারে চিতল হরিণ, গোল্ডেন জ্যাকেল,খরগোশের। আর ট্রেকিং পথে বন্য শূকর, হায়না, এমনকি বুনো হাতিরও মুখোমুখি হয়ে যেতে পারেন। এই লেকে বোটিং করারও ব্যবস্থা রয়েছে। এছাড়াও ফিশিং , বাস্কেটবল , ভলিবল , ব্যাডমিন্টন খেলার সুযোগ রয়েছে খয়রাবেড়ার রিসর্ট-এ। শহরের কোলাহল থেকে নিরিবিলিতে অ্যাডভেঞ্চার ট্যুরিজম সেরা ঠিকানা হতেই পারে এই খয়রাবেড়া।‌
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Offbeat Destination: বন্য জন্তু দর্শনের পাশাপাশি বাউলগান-ছৌনাচ! অল্প খরচে বেড়ান এই অফবিট ঠিকানায়
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement