Infertility Problem: অনেক চেষ্টা করেও কোলে আসছে না সন্তান, স্বামী-স্ত্রীর শারীরিক সমস্যা সমাধানে এবার বড় পদক্ষেপ, জানুন বিস্তারিত
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
"ইনফার্টিলিটি" যেভাবে বৃদ্ধি পাচ্ছে গোটা বিশ্বজুড়ে, সেখানে একটি তৈরি হয়েছে "এক্সিটেন্সিয়াল ক্রাইসিস"।
বাঁকুড়া: বন্ধ্যাত্বর সমস্যা ক্রমবর্ধমান। বন্ধ্যাত্ব অর্থাৎ “ইনফার্টিলিটি” যেভাবে বৃদ্ধি পাচ্ছে গোটা বিশ্বজুড়ে, সেখানে একটি তৈরি হয়েছে “এক্সিটেন্সিয়াল ক্রাইসিস”। জাপানে বন্ধ্যাত্ব বিবাহিত দম্পতিদের মধ্যে পেরেছে ১৮ শতাংশ, সাম্প্রতিক তথ্য ঘাঁটলে দেখা যাবে জাপানকে বলা হচ্ছে “বুড়িয়ে” যাওয়া একটি দেশ।
বাঁকুড়ার মত প্রান্তিক এলাকাতেও বন্ধ্যাত্ব একটি সমস্যা। বন্ধ্যাত্ব নিয়ে আলোচনা করাতেও খুব একটা স্বচ্ছন্দ বোধ করেন না সাধারণ মানুষ। সেই কারণে প্রান্তিক বাঁকুড়াতেও এবার কলকাতার মত সুবিধা। অভিজ্ঞ মনোবিদ থেকে শুরু করে, আধুনিক যন্ত্রপাতি এবং বন্ধ্যাত্ব রুখতে যাত্রা শুরু হয়েছে বাঁকুড়ায়। খুবই সুলভ মূল্যে এবার মন খুলে বন্ধ্যাত্বের সমস্যা সমাধান করতে পারবেন বাঁকুড়া দম্পতিরা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
ক্রেডেলের হাত ধরে এবং তপস্যা পলিক্লিনিকের সহযোগিতায় একটি কনটিনিউড মেডিক্যাল প্রোগ্রাম এটি। বন্ধ্যাত্ব রুখতে যে ধরনের চিকিৎসা করতে হয় সেটি খরচ সাপেক্ষ। কলকাতা কিংবা বড় শহর গুলিতে গিয়ে চিকিৎসা করলে বাড়তি খরচ থাকে যাতায়াতের। বাঁকুড়ার মানুষজন সেই কারণে অনেক সময় পিছিয়ে যান। তবে বাঁকুড়া শহরের মধ্যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সব ধরনের প্রযুক্তি নিয়ে এবার বন্ধ্যাত্বর চিকিৎসা আশায় যথেষ্ট খুশি সাধারণ মানুষ। বন্ধ্যাত্ব কোনও “সোশ্যাল ট্যাবু” নয়। চিকিৎসক সায়ন পাল বলেন, “বন্ধ্যাত্ব একটি ক্রমবর্ধমান সমস্যা এবং বাঁকুড়াতেও এটির বীজ বপন হয়েছে। সেই সমস্যা সমাধান করতেই আমরা নেমেছি।”
advertisement
এবার প্রশ্ন হচ্ছে কী ধরনের সুযোগ সুবিধা থাকছে? সব ধরনের পরীক্ষা থেকে শুরু করে, মনোবিদদের পরামর্শ। পুরুষ এবং মহিলা বন্ধ্যাত্ব সঙ্গে ইরেক্টাইল ডিসফাংশন এবং মানসিক চাপ এবং স্ট্রেস থেকে মুক্তি, সবই হবে বাঁকুড়ার বুকে এবং বাঁকুড়া শহর সংলগ্ন পুয়াবাগান এলাকায়।
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,West Bengal
First Published :
October 06, 2025 5:04 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Infertility Problem: অনেক চেষ্টা করেও কোলে আসছে না সন্তান, স্বামী-স্ত্রীর শারীরিক সমস্যা সমাধানে এবার বড় পদক্ষেপ, জানুন বিস্তারিত