North Dinajpur News: চায়ের সঙ্গে বাড়তি পাওনা বই পড়া! জমজমাট এই ক্যাফে

Last Updated:

North Dinajpur News: উত্তর দিনাজপুর থেকে কালিয়াগঞ্জ ও বুনিয়াদপুর যেতে কুনোর মোড়ের কাছে আছে "হোক আড্ডা"। এখানে এলে বই পড়তে পড়তে চা খেয়ে নিতে পারবেন ।

+
হোক

হোক আড্ডা 

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: শহর থেকে নিরিবিলি পরিবেশে চায়ের আড্ডার সঙ্গে বই পড়ার ভাবনাকে সামনে রেখে গত এক বছর ধরে পথ চলা শুরু করেছে “হোক আড্ডা” নামে একটি আধুনিক ক্যাফে। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন মানুষের কাছে এই চায়ের আড্ডা এখন জনপ্রিয় হয়ে উঠেছে। উত্তর দিনাজপুর থেকে কালিয়াগঞ্জ ও বুনিয়াদপুর যেতে কুনোর মোড়ের কাছে আছে “হোক আড্ডা”। এখানে এলে বই পড়তে পড়তে চা খেয়ে নিতে পারবেন ।
একঘেয়ে জীবনের পাশাপাশি আজকের দিনে মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েছে স্মার্টফোন । তাই দিনে দিনে কমেছে বই পড়ার অভ্যেস। তাই বই পড়ার ভাবনাকে তুলে ধরতে বিভিন্ন ধরনের বই সাজিয়ে রাখা হয়েছে এই “হোক আড্ডায়”। দোকানের কর্ণধার পুরণজিৎ বলেন ‘‘ আমাদের এখানে ওয়াইফাই সার্ভিস নেই। আমরা চাই সবাই এখানে এসে সবার সঙ্গে আলাপচারিতায় মেতে উঠুক সেটা বই হোক কিংবা মানুষ হোক । সেটাই আমাদের একমাত্র লক্ষ্য।’’
advertisement
advertisement
তিনি আরও বলেন, এমন আড্ডার স্থল তাঁরা এক জায়গায় শুধু সীমাবদ্ধ রাখবেন না। এরকম আড্ডা স্থল তাঁদের বিভিন্ন জায়গায় করার পরিকল্পনা রয়েছে। গত বছর মহালয়ার দিন থেকেই এই “হোক আড্ডা” তাদের পথ চলা শুরু করে। শহরের একঘেয়ে ব্যস্ত জীবনের ফাঁকে একটু নিরিবিলি চায়ের আড্ডা দিতে শুধু উত্তর দিনাজপুর নয়, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও বহু মানুষ এখানে আসেন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Dinajpur News: চায়ের সঙ্গে বাড়তি পাওনা বই পড়া! জমজমাট এই ক্যাফে
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement