ডিস্কে গেলে হতে পারে মানসিক রোগ !

Last Updated:

সামনেই নিউ ইয়ার পার্টি ৷ আর পার্টি মানেই ডিস্ক ম্যানিয়া ৷ রাতভোর রঙিন আলোয়, উচ্চ সঙ্গীতে যদি না নাচেন, তাহলে তো নিউ

#কলকাতা: সামনেই নিউ ইয়ার পার্টি ৷ আর পার্টি মানেই ডিস্ক ম্যানিয়া ৷ রাতভোর রঙিন আলোয়, উচ্চ সঙ্গীতে যদি না নাচেন, তাহলে তো নিউ সেলিব্রেশন হবেই না !
কিন্তু জানেন কি? অত্যাধিক সময় ডিস্কে কাটালে আপনার হতে পারে মানসিক রোগ ! ফিনল্যান্ডের এক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এসেছে এরকমই তথ্য ৷ যার থেকে চিকিৎসকরা সিদ্ধান্তে এসেছেন, ডিস্কের আওয়াজ থেকে হতে পারে মানসিক রোগ ৷
চিকিৎসকরা জানিয়েছেন, মানুষের ব্রেনের মধ্যে রয়েছে বেশ কিছু এমন নার্ভ যা কিনা বেশ সংবেদনশীল ৷ অতিরিক্ত আওয়াজে ক্ষতিগ্রস্ত হয় এই নার্ভ ৷ আর এই নার্ভ গুলি দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হতে হতেই মানসিক বিকার জন্মাতে পারে ৷
advertisement
advertisement
শুধু আওয়াজেই নয়, গবেষণা থেকে সামনে এসেছে, ডিস্কে ব্যবহার হওয়া লাইটগুলো ত্বকের পক্ষেও ক্ষতিকারক ৷ লেজার লাইটের তলায় বেশিক্ষণ থাকার ফলে এমনকী হতে পারে স্কিন ক্যানসারও ৷
চিকিৎসকরা জানিয়েছেন, এর হাত থেকে বাঁচতে ডিস্কে যাওয়ার সময় কানের ভিতর অল্প করে তুলো গুঁজে নিতে পারেন৷ এর ফলে আওয়াজ কিছুটা হলেও কম কানে প্রবেশ করবে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ডিস্কে গেলে হতে পারে মানসিক রোগ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement