ওজন কমাতে চান? ডায়েটে রাখুন শুধু এক চামচ কালোজিরে!

Last Updated:

কীভাবে কালোজিরে মেদ ঝরাতে সাহায্য করে, কী ভাবে এর সেবন করতে হবে, তা জেনে নেওয়া যাক৷

ওজন কমাতেও উপকারী কালো জিরে৷
ওজন কমাতেও উপকারী কালো জিরে৷
অনেক সময়েই পেটের বাড়তি মেদ কমানোর জন্যে বহুদিনের পুরনো পদ্ধতি ব্যবহার করতে দেখা যায়৷ যার মধ্যে রয়েছে নানা ঘরোয়া টোটকার ব্যবহার। তা বলে কালো জিরে? একদমই তাই!
আমাদের অনেকেই হয় তো জানি না যে শুধু পেটের সমস্যা নয়, এই ছোট বীজটি আমাদের ওজন কমাতেও বিস্ময়কর ভাবে সাহায্য করতে পারে। তাহলে কীভাবে কালো জিরে মেদ ঝরাতে সাহায্য করে, কী ভাবে এর সেবন করতে হবে, তা জেনে নেওয়া যাক৷ তবে সবার আগে কালোজিরের স্বাস্থ্যগত দিকটাও এক ঝলকে দেখে না নিলেই নয়!
advertisement
কালোজিরের উপকারিতা
advertisement
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে
হার্টের স্বাস্থ্যের জন্য খুব ভাল
খারাপ কোলেস্টেরলের মাত্রা কম করে
মেদ ঝরাতে কাজে আসে
প্রথম উপায়
এক চামচ কালোজিরে গুঁড়ো করে তাতে লেবুর রস, এক চামচ মধু মিশিয়ে নিতে হবে। এবার এই তিনটি উপাদানকে গরম জলে মিশিয়ে রোজ সকালে খালি পেটে খেতে হবে।
advertisement
দ্বিতীয় উপায়
এক চামচ কালোজিরেতে লেবুর রস মেশাতে হবে। এবার এটিকে ৩ দিন ভাল করে রোদে রাখতে হবে। এই কালোজিরে আমরা দিনে দুবার একটু একটু করে খেতে পারি মুখশুদ্ধির মতো। এতেও আমাদের ওজন কমবে।
তৃতীয় উপায়
সকালে খালি পেটে গরম জলে কালোজিরে দিয়ে খেতে হবে। এইভাবেও আমরা কালোজিরে সেবনের মাধ্যমে ওজন কমাতে পারব।
advertisement
চতুর্থ উপায়
রাতে গরম জলে এক চামচ কালোজিরে ভিজিয়ে রাখতে হবে। সকালে কালোজিরে ছেঁকে আলাদা করে ওই জল খেয়ে নিতে হবে। কিছুদিনের মধ্যেই ওজন কমে যাওয়া আমাদের চোখে পড়বে।
advertisement
যা অবশ্যই মনে রাখা দরকার
তবে হ্যাঁ, বেশি কালোজিরে মানে বেশি তাড়াতাড়ি ফললাভ, এমনটা কিন্তু একেবারেই নয়। তাই খুব বেশি পরিমাণে কালোজিরে সেবন করা চলবে না। কারণ অধিক মাত্রায় কালোজিরে খেলে আমাদের শরীর গরম হয়ে যেতে পারে এবং তার থেকে নানা অসুবিধে দেখা দিতে পারে।
advertisement
খেয়ে দেখাই যায়
যদি ওজন কমানোর জন্য একাধিক উপায় অনুসরণ করেও কোন উপকার না হয়, তাহলে এই উপায়টিও মেনে দেখা যায়। কারণ এটি খরচসাধ্য নয় এবং ওজন কমাতে সাহায্য করে বলে প্রমাণিত।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ওজন কমাতে চান? ডায়েটে রাখুন শুধু এক চামচ কালোজিরে!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement