#কলকাতা: তা, সংস্থা তো তার পণ্য যাতে বাজারে পড়তে না পায়, সে উদ্দেশ্যে জাঁকালো বিজ্ঞাপন তৈরি করবেই! কিন্তু সুখী গৃহকোণকে রঙিন করে তুলতে, চার দেওয়ালকে সাজাতে যে জিঙ্গল ব্যবহার করা হয়েছিল Nerolac-এর বিজ্ঞাপনে, তা কিন্তু বছরের পর বছর ধরে আমাদের মনে এমনি এমনি গেঁথে যায়নি। কারণটা শুধুই ওই বিজ্ঞাপনের গানের সুর নয়, পাশাপাশি এই সংস্থার তৈরি রঙের উপরে দেশের মানুষের ভরসাও!
খবর বলছে যে Nerolac-এর এই অ্যাপে রয়েছে কালার পিক-আপ টুল। এই ফিচার ব্যবহারের জন্য ইউজারকে স্মার্টফোনের ক্যামেরা অ্যাকসেসের অনুমতি দিতে হবে। এর পর ওই এক রং নিজেদের সম্ভার থেকে দেখিয়ে দেবে সংস্থা। ইউজারের দেওয়ালের ছবিতেই ওই রং জুড়ে বুঝিয়ে দেওয়া হবে যে তা কেমন দেখতে লাগবে।
পাশাপাশি, কালার অ্যান্ড টেক্সচার প্যালেট টুলের সাহায্যে দেড় হাজারেরও বেশি রং একের পর এক ঘরের দেওয়ালে জুড়ে জুড়ে পরখ করতে পারবেন ইউজাররা। বিশেষ কোনও রঙের শেড আর টেক্সচার বেছে নেওয়ার পর Nerolac-এর এই অ্যাপ সাকুল্যে কত খরচ পড়বে, সেটাও জানিয়ে দেবে। যদি সেই খরচ বেশি বলে মনে হয়, তা হলে কাছাকাছি শেড আর টেক্সচারে কী কী বাজেট প্ল্যান আছে, সে সবের একটা তালিকাও তুলে ধরবে Nerolac Colour My Space।এ বার সিদ্ধান্ত আপনার- ব্যাপারটা একবার যাচিয়ে দেখবেন কি না!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nerolac