বাবা মা অহরহ ঝগড়া করলে নষ্ট হয়ে যায় সন্তানের মন ও ভবিষ্যৎ

Last Updated:

Parenting Tips: বাবা মায়ের মধ্যে নিত্য কলহ দেখতে দেখতে একদিন সন্তান তাদের দোষের দিকেই আঙুল তুলবে৷ তার কাছে গুরুত্ব হারাবেন বাবা মা৷ এই রেশ থাকবে পরবর্তীতেও ৷ মনোবিদদের আশঙ্কা বাবা মায়ের মধ্যে সুসম্পর্ক না দেখলে সন্তানও পবরর্তীতে কাউকে ভালবাসতে বা কাউকে বিশ্বাস করতে পারবে না৷ বাড়ির প্রতি, বাড়িতে থাকার প্রতি আকর্ষণ হারাবে সন্তান৷ দিনের শেষ বাড়িতে ঘরের কোণ যে নিশ্চিন্ত আশ্রয়, সেই বিশ্বাস ও ভরসা হারিয়ে ফেলবে সে৷ বাড়িরক পরিবেশ থেকে পালানোর পথ খুঁজতে থাকবে সে৷ সন্তান যে সব সময় বাবা মার কাছে আত্মবিশ্বাস হারিয়ে ভয় পায়, তা কিন্তু নয়৷

বাবা মায়ের মধ্যে নিত্য কলহ দেখতে দেখতে একদিন সন্তান তাদের দোষের দিকেই আঙুল তুলবে
বাবা মায়ের মধ্যে নিত্য কলহ দেখতে দেখতে একদিন সন্তান তাদের দোষের দিকেই আঙুল তুলবে
দাম্পত্য বিবাদ অস্বাভাবিক নয়৷ একই ছাদের তলায় থাকতে থাকতে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি বা ঝগড়া হতেই পারে৷ কিন্তু সেই ঝগড়া খুব ঘন ঘন হলে তা সম্পর্ক ও সন্তানের ক্ষেত্রে ক্ষতিকর৷ সন্তান যদি তার বাবা মায়ের মধ্যে নিয়মিত তীব্র ঝগড়া বিবাদ দেখতে দেখতে বড় হয়, তাহলে সেই তিক্ততার প্রভাব পড়ে সন্তানের উপর৷ তার জীবনও বিধ্বস্ত হয়৷ জেনে নিন কীভাবে আপনাদের দাম্পত্য কলহ বিষিয়ে দেয় সন্তানের মন ও ভবিষ্যৎ৷
বাবা মায়ের মধ্যে নিত্য কলহ দেখতে দেখতে একদিন সন্তান তাদের দোষের দিকেই আঙুল তুলবে৷ তার কাছে গুরুত্ব হারাবেন বাবা মা৷ এই রেশ থাকবে পরবর্তীতেও ৷ মনোবিদদের আশঙ্কা বাবা মায়ের মধ্যে সুসম্পর্ক না দেখলে সন্তানও পরবর্তীতে কাউকে ভালবাসতে বা কাউকে বিশ্বাস করতে পারবে না৷ বাড়ির প্রতি, বাড়িতে থাকার প্রতি আকর্ষণ হারাবে সন্তান৷ দিনের শেষ বাড়িতে ঘরের কোণ যে নিশ্চিন্ত আশ্রয়, সেই বিশ্বাস ও ভরসা হারিয়ে ফেলবে সে৷
advertisement
আরও পড়ুন :  পুজোর ভিড়ে ঠাকুর দেখার পাশাপাশি করোনা রুখতে সঙ্গে থাক জল নেতির অভ্যাস
বাড়ির পরিবেশ থেকে পালানোর পথ খুঁজতে থাকবে সে৷ সন্তান যে সব সময় বাবা মার কাছে আত্মবিশ্বাস হারিয়ে ভয় পায়, তা কিন্তু নয়৷ বাবা মা-ও সন্তানের সমনে হাতড়ে বেড়ান আত্মবিশ্বাস৷ নিয়মিত ঝগড়ার জেরে কিন্তু আপনার সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে৷ সন্তানের চোখে নিজের স্থানচ্যুতি দেখা কষ্টকর৷
advertisement
advertisement
আরও পড়ুন :  কোভিড ১৯ না কি সাধারণ জ্বর! উপসর্গ প্রায় এক হলেও পুজোর মুখে বেশি ঝুঁকি কোথায়, জেনে নিন
পাশাপাশি, বাবা মায়ের মধ্যে কুসম্পর্কে সন্তান নিজের উপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলে৷ সেই পরিস্থিতিতে কিন্তু তার এগিয়ে যাওয়ার পথই ক্রমশ অবরুদ্ধ হয়ে উঠবে৷ ভালর সঙ্গে শৈশবের খারাপ স্মৃতিও কিন্তু আজীবন আমাদের সঙ্গী হয়৷ মনের ক্যামেরায় তার ছবি অমিলন ও চিরস্থায়ী৷ তিক্ততার স্মৃতি তাড়া করে বেড়ায় জীবনভর৷ তাই বাচ্চার সামনে নিজেদের সুন্দর মুহূর্তগুলি তুলে ধরুন৷ সম্পর্কের তিক্ততাকে নয়৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাবা মা অহরহ ঝগড়া করলে নষ্ট হয়ে যায় সন্তানের মন ও ভবিষ্যৎ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement