আপনার হাতে কি ‘ক্রশ চিহ্ন’আছে ? জেনে নিন আপনার ভাগ্যে কী আছে 

Last Updated:
#কলকাতা: হাতের রেখার যেমন গুরুত্ব আছে, তেমনি গুরুত্ব আছে হাতের চিহ্নের, আর তাই এই গুরুত্বের কথা ভেবেই এখনকার আলোচ্য বিষয় ‘ক্রশ চিহ্ন’। ক্রশ চিহ্ন বা বজ্র চিহ্ন একই। হিন্দু সামুদ্রিক শাস্ত্রে একে বজ্র চিহ্ন এবং পাশ্চাত্য কররেখা বিজ্ঞানে ক্রশ চিহ্ন বলা হয়, তফাৎ এইটুকুই। বৃহস্পতির ক্ষেত্র ছাড়া বাকি আর সব ক্ষেত্রেই এটি খারাপ ফল প্রদান করে।
বৃহস্পতির ক্ষেত্রে ক্রশ বা বজ্র চিহ্ন থাকলে জাতকের বিবাহিত জীবন সুখের হয়। এরা বিবাহের মাধ্যমে অর্থ ও সম্মান দুটিই লাভ করে থাকে, আর যদি এর সঙ্গে রবিরেখা ভালো হয় ও ভাগ্যরেখা চন্দ্র স্থানের দিকে উঠে আসে, তবে এদের বিবাহিত জীবন প্রচন্ড সুখের হয়।
এই চিহ্ন শুক্র স্থানে থাকলে জাতকের বিবাহিত জীবন সুখের হয়। তথাপি ক্রশ চিহ্ন প্রেম প্রীতির উপর বিশেষ অশুভ প্রভাব বিস্তার করে থাকে। এছাড়া এই চিহ্নটি জাতককে কলহ পূর্ণ গোপন প্রেমে লিপ্ত রাখে।
advertisement
advertisement
মঙ্গলের ক্ষেত্রে ক্রশ চিহ্ন থাকলে জাতক স্বার্থপর, এক গুঁয়ে ও কলহ প্রিয় হয়, এজন্য এরা শত্রুর দ্বারা প্রচন্ড বাধার সম্মুখীন হয়।
এই চিহ্নটি বুধের স্থানে থাকলে জাতক শঠ, প্রবঞ্চক ও অবিশ্বাসী হয়। এরা চৌর্য বৃত্তি দ্বারা ধন অর্জন করে থাকে।
রাহু স্থানে ক্রশ থাকলে, কলহ ও ধনের কারণে জাতকের মৃত্যু হয়।
advertisement
ক্রশ চিহ্নটি চন্দ্র ক্ষেত্রে থাকলে, জাতক মিথ্যাবাদী হয়ে থাকে। চন্দ্রের নিচের দিকে থাকলে জাতক জলে ডুবে মারা যায়। ৭। শনির স্থানে ক্রশ থাকলে জাতকের অপমৃত্যু হয়।
হৃদয়রেখার উপরে এই চিহ্নটি থাকলে, জাতকের কোনও প্রিয়জনের মৃত্যুকে নির্দেশ করে।
শিরোরেখার উপরে থাকলে জাতক মস্তকে আঘাত পেতে পারে।
advertisement
ক্রশ চিহ্নটি যদি জাতকের করতলের কর ত্রিকোণের মধ্যে থাকে, তবে জাতক অহংকারী ও প্রভুত্ব প্রিয় হয়।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
আপনার হাতে কি ‘ক্রশ চিহ্ন’আছে ? জেনে নিন আপনার ভাগ্যে কী আছে 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement