Samserganj: মুর্শিদাবাদে অশান্তির আঁচ পর্যটনে, শুন্য হাজারদুয়ারী! সমস্যায় ব্যবসায়ী থেকে টাঙ্গাওয়ালারা!
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
ব্যবসায়ীদের দাবি, প্রশাসনের উচিত দ্রুত এই পরিস্থিতির সমাধান করা, না হলে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়বে নবাব নগরীর পর্যটনভিত্তিক অর্থনীতি।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলা অন্যতম ইতিহাস নগরী পর্যটনকেন্দ্র। কিন্তু বাংলা বছরের প্রথম সপ্তাহে পর্যটকদের ঢল নামলেও দেখা নেই বর্তমানে পর্যটকদের। কারণ মুর্শিদাবাদে এখন অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। একের পর এক হোটেল বুকিং বন্ধ হচ্ছে। কোভিড মহামারী, এমনকি ২০১৯ সালের সিএএ এনআরসিসির মতো পর্যটক শুন্য ছিল মুর্শিদাবাদে। যা আবারও একই চিত্র বর্তমান সময়ে। ফলে মাথায় হাত এখন হোটেল ব্যবসায়ী থেকে টাঙ্গা চালক সকলের।
মুর্শিদাবাদ, যে নামটা শুনলেই চোখের ওপর ভেসে ওঠে হাজারদুয়ারী এমনকি ইতিহাসের বহু নির্দশন।কিন্তু কয়েক দিন ধরে মুর্শিদাবাদ উতপ্ত। ফলে ভাল নেই মুর্শিদাবাদ। আর যার কোপ এসে পড়ল অর্থনীতিতে। পর্যটকদের পদচারণায় একসময় মুখরিত নবাব নগরী মুর্শিদাবাদ আজ কার্যত জনশূন্য। হাজারদুয়ারি, কাটরা মসজিদ, কাঠগোলা প্রাসাদ সবকিছুই যেন থমকে গেছে। আর তার জেরে বিপাকে পড়েছেন গাইড, হোটেল ব্যবসায়ী, টোটো-টানা চালকসহ ছোটখাটো দোকানদাররা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
ব্যবসায়ীদের অভিযোগ, জেলার একাংশে ওয়াকাফ আইন ঘিরে তৈরি হওয়া অস্থিরতার ফলে পর্যটকদের আগমন বন্ধ হয়ে গেছে। যদিও সেই গণ্ডগোলের মূল কেন্দ্র নবাব নগরী থেকে প্রায় ৮০ থেকে ১০০ কিলোমিটার দূরে৷ তবু তাঁর প্রতিক্রিয়া স্পষ্টভাবে অনুভূত হচ্ছে এই ঐতিহাসিক শহরে। হোটেল মালিকদের একাংশ জানিয়েছেন, অনেক পর্যটক বুকিং বাতিল করেছেন বা তারিখ পিছিয়ে দিয়েছেন।
advertisement
কেউ কেউ আবার নির্ধারিত ক্যাম্প-ভ্রমণও বাতিল করেছেন। ফলে হোটেলগুলোর রুম খালি পড়ে রয়েছে, আয় একপ্রকার বন্ধ।পর্যটন মরশুমে যখন মুর্শিদাবাদ থাকার কথা পর্যটকে ঠাসা, তখন শহরজুড়ে এক ধরনের শূন্যতা। কাটরা মসজিদ হোক বা কাঠগোলা প্রাসাদ সর্বত্রই সুনসান নীরবতা।ব্যবসায়ীদের দাবি, প্রশাসনের উচিত দ্রুত এই পরিস্থিতির সমাধান করা, না হলে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়বে নবাব নগরীর পর্যটনভিত্তিক অর্থনীতি।
advertisement
কৌশিক অধিকারী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2025 5:34 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Samserganj: মুর্শিদাবাদে অশান্তির আঁচ পর্যটনে, শুন্য হাজারদুয়ারী! সমস্যায় ব্যবসায়ী থেকে টাঙ্গাওয়ালারা!
