Murshidabad Tourism: মুর্শিদাবাদের গ্রামে মাটির বাড়ি দেখতে উপচে পড়া ভিড়, কারণ জানলে চমকে উঠবেন
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
মুর্শিদাবাদ জেলার এক প্রাচীন ব্লক নবগ্রাম। নবগ্রামের সাঁকুরিয়া গ্রামের শিবপুর অঞ্চলে আজও আছে মাটির বাড়ি। মাটির বাড়ি শুধু নয়, গ্রামে এখনও টিকে আছে দোতলা মাটির বাড়ি। পাকা বাড়ির যুগে মাটির বাড়ি দেখতে আসেন বহু পর্যটক
নবগ্রাম, তন্ময় মণ্ডল: এই গ্রামে ফ্ল্যাট বা কংক্রিটের বাড়ি নয়, মাটির বাড়ি দেখতে ভিড়। মুর্শিদাবাদ জেলার এক প্রাচীন ব্লক নবগ্রাম। নবগ্রামের সাঁকুরিয়া গ্রামের শিবপুর অঞ্চলে আজও আছে মাটির বাড়ি। মাটির বাড়ি শুধু নয়, গ্রামে এখনও টিকে আছে দোতলা মাটির বাড়ি। পাকা বাড়ির যুগে মাটির বাড়ি দেখতে আসেন বহু পর্যটক। শীতের শেষে হাজারদুয়ারির সঙ্গে এই গ্রামেও ভিড় করছেন পর্যটকরা।
সাঁকুরিয়া গ্রামের অধিকাংশ বাড়িই মাটির তৈরি। এই গ্রাম মূলত কৃষিপ্রধান গ্রাম হিসেবেই পরিচিত। এখানে কিছু কিছু বাড়ির বয়স ৭০ বছরের বেশি। তবে বর্তমানে আধুনিকতার যুগে অনেক পাকা বাড়িও তৈরি হয়েছে। গ্রামের বাসিন্দারা জানাচ্ছেন, এক সময় গ্রাম বাংলার মাটির বাড়ি শুধু বাসস্থান নয়, ছিল আবেগ, ঐতিহ্য। বাবা-মা, সন্তান, দাদা-দাদু সবাই একসঙ্গে থাকতেন। উঠোনে একসঙ্গে গল্প করা, পিঠে বানানোর উৎসব, সন্ধ্যায় লণ্ঠনের আলোতে পারিবারিক সময় কাটানো-এসব দৃশ্য মাটির বাড়ির অপরিহার্য অংশ ছিল, যা আজও স্মৃতিতে ভাসে।
advertisement
প্রবীণ নাগরিকরা বলছেন, বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়া মানুষের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন এনেছে। বিশেষ করে বাসস্থানের নকশায়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির বাড়ি ছিল প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানানসই। এসব বাড়ি প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় গরমকালে ঠান্ডা আর শীতকালে উষ্ণ পরিবেশ তৈরি করত। মাটির দেওয়াল, খোলামেলা উঠোন, চারপাশে গাছপালার ছায়ায় পাওয়া যেত নির্মল হাওয়া।
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,West Bengal
First Published :
Jan 28, 2026 1:15 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Murshidabad Tourism: মুর্শিদাবাদের গ্রামে মাটির বাড়ি দেখতে উপচে পড়া ভিড়, কারণ জানলে চমকে উঠবেন









