#কলকাতা: সারা দেশজুড়ে চলছে লকডাউন। করোনা ভাইরাসের মোকাবিলা করতেই এই সিদ্ধান্ত সরকারের। কিন্তু টানা এতগুলো দিন ঘরে বন্দি হয়ে থাকা তো মুখের কথা নয়। বড়রা যদিও বা মেনে নেয় ছোটদের জন্য এটা মেনে নেওয়া খুব কঠিন। এই সময় তারা স্কুলে যেতে পারছে না। খেলতে যেতে পারছে না। থাকতে হচ্ছে চার দেওয়ালে বন্দি হয়ে।
কিন্তু তাদের এবং নিজেদের মন ভাল রাখার ভার নিতে হবে বাড়ির বড়দেরই। ঠিক যেভাবে এই মা ও ছেলে নিজেদের মন ভাল রাখতে গাইছে গান। ছোট্ট ছেলে ও মা মিলে ধরলো গান। সর যো তেরা চকরায়ে -গান গেয়ে সোস্যাল মিডিয়ায় ভাইরাল তাঁরা। এই ভিডিওটি কয়েক হাজার বার শেয়ার হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে মা লেখেন, "আজ শুভদিন। দুঃখ, বিষাদ, অন্ধকারের মাঝেও ভালো থাকব, সকলকে ভালো রাখব। আলো আশা আর আনন্দে আবার ভুবন ভ'রে উঠুক এই প্রার্থনা প্রতিনিয়ত।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Facebook, Instagram, Lockdown, Lockdown fitness, Song, TikTok, Viral Video