হোম /খবর /লাইফস্টাইল /
লকডাউনে মন ভাল রাখতে মা ও ছেলের যুগলবন্দি ! কয়েক লক্ষ ভিউ ! শুনুন গান

লকডাউনে মন ভাল রাখতে মা ও ছেলের যুগলবন্দি ! কয়েক লক্ষ ভিউ ! শুনুন গান

photo source facebook

photo source facebook

দুঃখ, বিষাদ, অন্ধকারের মাঝেও ভাল থাকব, সকলকে ভাল রাখব।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: সারা দেশজুড়ে চলছে লকডাউন। করোনা ভাইরাসের মোকাবিলা করতেই এই সিদ্ধান্ত সরকারের। কিন্তু টানা এতগুলো দিন ঘরে বন্দি হয়ে থাকা তো মুখের কথা নয়। বড়রা যদিও বা মেনে নেয় ছোটদের জন্য এটা মেনে নেওয়া খুব কঠিন। এই সময় তারা স্কুলে যেতে পারছে না। খেলতে যেতে পারছে না। থাকতে হচ্ছে চার দেওয়ালে বন্দি হয়ে।

কিন্তু তাদের এবং নিজেদের মন ভাল রাখার ভার নিতে হবে বাড়ির বড়দেরই। ঠিক যেভাবে এই মা ও ছেলে নিজেদের মন ভাল রাখতে গাইছে গান। ছোট্ট ছেলে ও মা মিলে ধরলো গান। সর যো তেরা চকরায়ে -গান গেয়ে সোস্যাল মিডিয়ায় ভাইরাল তাঁরা। এই ভিডিওটি কয়েক হাজার বার শেয়ার হয়ে গিয়েছে  ইতিমধ্যেই। ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে মা লেখেন, "আজ শুভদিন। দুঃখ, বিষাদ, অন্ধকারের মাঝেও ভালো থাকব, সকলকে ভালো রাখব। আলো আশা আর আনন্দে আবার ভুবন ভ'রে উঠুক এই প্রার্থনা প্রতিনিয়ত।"

Published by:Piya Banerjee
First published:

Tags: Facebook, Instagram, Lockdown, Lockdown fitness, Song, TikTok, Viral Video