দ্রুত ওজন কমে এই খাবারগুলো খেলে
Last Updated:
#কলকাতা: ওজন না ক্রমশই বেড়ে যাচ্ছে ৷ ধুত্তোর কিছুতেই ওজনটাকে বাগে আনা যাচ্ছে ৷ এই চিন্তাটা সর্বক্ষণ আপনার মাথায় ঘুরপাক খেয়েই চলেছে ৷ ওজন কমাতে কত কিছুই না করি আমরা ৷ অথচ কত সময়েই যে আমরা ওজন কমিয়ে দেয় যে খাবারগুলো, তার দিকে ফিরেও তাকাই না ৷ এমনকী খবরও রাখি না । ওজন কমানোর জন্য সবচেয়ে ভালো অথচ অবহেলিত খাবারগুলি কোনগুলো, জেনে নেওয়ার জন্য পড়তে থাকুন।
আপেল: ওজন কমানোর জন্য খাবারগুলির মধ্যে সেরা হল আপেল। একটি আপেল খাওয়ার পর অনেকক্ষণ আপনার পেট ভরা থাকে এবং আরো বেশি খাওয়ার লোভ এড়ানো সহজ হয়। আপেল হজমশক্তি বাড়িয়ে দেয়। আপেল ভিটামিন সমৃদ্ধ এবং ফাইবারের মাত্রাও বেশি। তাই খোশাসুদ্ধু আপেল খান ওজন কমানোর জন্য।
advertisement
advertisement
দারুচিনি: এটি এমন একটি মশলা যা ওজন কমানোর জন্য খুবই উপকারী। আপনি এটি চা হিসেবেও খেতে পারেন অথবা এটি মধুর সঙ্গেও খেতে পারেন। যদি দ্রুত ওজন কমাতে চান, তা হলে অবশ্যই রোজ দারুচিনি খেতে হবে।
ব্রাউন রাইস এবং হোল-গ্রেনস: গবেষণায় দেখা গিয়েছে যে, ব্রাউন রাইস বা লাল চাল ওজন কমাতে সাহায্য করে, কারণ এতে কার্বোহাইড্রেটের মাত্রা কম থাকে ৷ অথচ ফাইবারের পরিমাণ বেশি থাকে। ব্রাউন রাইস এবং হোল-গ্রেনস আ পনার পেট ভরিয়ে রাখে আর সেই কারণে বেশি পরিমাণে খাওয়া হয়ে যায় না, ফলে ওজন কমতে থাকে।
advertisement
মাঠালোতা দই: মাঠাতোলা দই এবং দুধ খেয়েও আপনি আপনার ওজন কমাতে পারেন। এই খাবার-গুলিও ওজন কমানোর দাওয়াই হিসেবে তেমন গুরুত্ব পায় না। দইয়ে উপস্থিত উপকারী ব্যাক্টেরিয়া সহজে ওজন কমাতে সাহায্য করে। তা ছাড়াও দইয়ে থাকে হজমে সহায়ক প্রোটিন ৷ যা তাড়াতাড়ি আপনার শরীরের ক্যালোরি পুড়িয়ে ফেলতে সাহায্য করে।
advertisement
নাশপাতি: আপনি কি জানেন যে নাশপাতিও আপনার ওজন কমিয়ে দিতে পারে? এই ফলে আছে ৬ গ্রাম সলিউবল ফাইবার ৷ যা আপনার কোলেস্টেরল কমায় এবং আপনার ওজন কমাতে সাহায্য করে। একটি নাশপাতিতে থাকে মোটে ১০০ ক্যালোরি, যা কিনা অধিকাংশ ফলেরই ক্যালোরির মাত্রার থেকে কম।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 03, 2018 8:45 PM IST