Most Expensive House in Dubai: ১৬৭ কোটির বেশি দাম! ৬০ হাজার বর্গফুটের প্রাসাদ বিক্রি হবে দুবাইয়ে, আগ্রহী ভারতীয় দম্পতি

Last Updated:

Most Expensive House in Dubai: ইটালিয়ান মার্বেলে তৈরি এই বাড়ি সম্পূর্ণ হতে সময় লেগেছে ১২ বছর৷ মার্বেলের উপর বসানো হয়েছে ৭ লক্ষ সোনার পাত

এমিরেটস হিলস লাগোয়া এই বাড়ি ৬০ হাজার বর্গফুটের
এমিরেটস হিলস লাগোয়া এই বাড়ি ৬০ হাজার বর্গফুটের
ভার্সেই প্রাসাদের মতো অট্টালিকাসম বাড়ি৷ আছে দুবাইয়ে৷ সেই বাড়ি এ বার বিক্রি হবে৷ দাম উঠেছে ৭৫০ মিলিয়ন দিরহাম বা ২০৪ মিলিয়ন ডলার৷ ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৬৭ কোটি ৭১৯ লাখ ৬২ হাজার টাকা। শহরের নিরিখে এই বাড়ি এখন দুর্মূল্যতম৷ এমিরেটস হিলস লাগোয়া এই বাড়ি ৬০ হাজার বর্গফুটের৷ তবে শোওয়ার ঘর রয়েছে পাঁচটি৷ সবথেকে বড় শয়নকক্ষের পরিমাপ ৪ হাজার বর্গফুট৷ এই বাড়ির বাড়তি সুযোগ সুবিধের মধ্যে আছে ১৫ টি গাড়ি রাখার গ্যারাজ, ১৯ টি বাথরুম, ইন্ডোর ও আউটডোর পুল, দুটি গম্বুজ, গল্ফ কোর্স৷ তবে বাড়ির সেরা আকর্ষণ হল ৮০ হাজার লিটার বা ২১ হাজার গ্যালনের কোরাল রিফ অ্যাকোয়ারিয়াম৷
যে সংস্থা এটি বিক্রি করছে, তারা বাড়িটির নাম দিয়েছে মার্বেল প্যালেস৷ ইটালিয়ান মার্বেলে তৈরি এই বাড়ি সম্পূর্ণ হতে সময় লেগেছে ১২ বছর৷ মার্বেলের উপর বসানো হয়েছে ৭ লক্ষ সোনার পাত৷ কে এই প্রাসাদের মালিক, তাঁর নাম প্রকাশ করেনি সংস্থা৷
advertisement
গত ৩ সপ্তাহে দু’জন ক্রেতা এখনও পর্যন্ত বাড়িটি দেখে গিয়েছেন৷ একজন রাশিয়ান তাঁর প্রতিনিধিকে পাঠিয়েছিলেন৷ এছাড়াও ভারতীয় ক্রেতা এসেছিলেন তাঁর স্ত্রীকে নিয়ে৷ তাঁদের ইতিমধ্যেই এমিরেটস হিল-এ তিনটি ভূসম্পত্তি আছে৷
advertisement
পাম জুমেইরা থেকে গাড়িতে মাত্র ২৫ মিনিটের দূরত্বে রয়েছে এই প্রাসাদ৷ এমিরেটস হিল-কে বলা হয় দুবাইয়ের বেভারলি হিলস৷ ধনকুবেরদের ঠিকানা বলে পরিচিত অত্যন্ত অভিজাত এই এলাকা আলো করে দাঁড়িয়ে আছে মার্বেল প্যালেস৷ এই বাড়ির দ্বিতীয় বৃহত্তম শয়নকক্ষ ২৫০০ বর্গফুটের৷ অতিথিদের জন্য নির্ধারিত ঘরের মাপ ১০০০ বর্গফুট৷ এরকমই একটি ঘরে আছে ওয়াইন রাখার আধার৷ এই প্রাসাদের মালিকের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে৷ এর পরই তিনি বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Most Expensive House in Dubai: ১৬৭ কোটির বেশি দাম! ৬০ হাজার বর্গফুটের প্রাসাদ বিক্রি হবে দুবাইয়ে, আগ্রহী ভারতীয় দম্পতি
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement