Most Expensive House in Dubai: ১৬৭ কোটির বেশি দাম! ৬০ হাজার বর্গফুটের প্রাসাদ বিক্রি হবে দুবাইয়ে, আগ্রহী ভারতীয় দম্পতি

Last Updated:

Most Expensive House in Dubai: ইটালিয়ান মার্বেলে তৈরি এই বাড়ি সম্পূর্ণ হতে সময় লেগেছে ১২ বছর৷ মার্বেলের উপর বসানো হয়েছে ৭ লক্ষ সোনার পাত

এমিরেটস হিলস লাগোয়া এই বাড়ি ৬০ হাজার বর্গফুটের
এমিরেটস হিলস লাগোয়া এই বাড়ি ৬০ হাজার বর্গফুটের
ভার্সেই প্রাসাদের মতো অট্টালিকাসম বাড়ি৷ আছে দুবাইয়ে৷ সেই বাড়ি এ বার বিক্রি হবে৷ দাম উঠেছে ৭৫০ মিলিয়ন দিরহাম বা ২০৪ মিলিয়ন ডলার৷ ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৬৭ কোটি ৭১৯ লাখ ৬২ হাজার টাকা। শহরের নিরিখে এই বাড়ি এখন দুর্মূল্যতম৷ এমিরেটস হিলস লাগোয়া এই বাড়ি ৬০ হাজার বর্গফুটের৷ তবে শোওয়ার ঘর রয়েছে পাঁচটি৷ সবথেকে বড় শয়নকক্ষের পরিমাপ ৪ হাজার বর্গফুট৷ এই বাড়ির বাড়তি সুযোগ সুবিধের মধ্যে আছে ১৫ টি গাড়ি রাখার গ্যারাজ, ১৯ টি বাথরুম, ইন্ডোর ও আউটডোর পুল, দুটি গম্বুজ, গল্ফ কোর্স৷ তবে বাড়ির সেরা আকর্ষণ হল ৮০ হাজার লিটার বা ২১ হাজার গ্যালনের কোরাল রিফ অ্যাকোয়ারিয়াম৷
যে সংস্থা এটি বিক্রি করছে, তারা বাড়িটির নাম দিয়েছে মার্বেল প্যালেস৷ ইটালিয়ান মার্বেলে তৈরি এই বাড়ি সম্পূর্ণ হতে সময় লেগেছে ১২ বছর৷ মার্বেলের উপর বসানো হয়েছে ৭ লক্ষ সোনার পাত৷ কে এই প্রাসাদের মালিক, তাঁর নাম প্রকাশ করেনি সংস্থা৷
advertisement
গত ৩ সপ্তাহে দু’জন ক্রেতা এখনও পর্যন্ত বাড়িটি দেখে গিয়েছেন৷ একজন রাশিয়ান তাঁর প্রতিনিধিকে পাঠিয়েছিলেন৷ এছাড়াও ভারতীয় ক্রেতা এসেছিলেন তাঁর স্ত্রীকে নিয়ে৷ তাঁদের ইতিমধ্যেই এমিরেটস হিল-এ তিনটি ভূসম্পত্তি আছে৷
advertisement
পাম জুমেইরা থেকে গাড়িতে মাত্র ২৫ মিনিটের দূরত্বে রয়েছে এই প্রাসাদ৷ এমিরেটস হিল-কে বলা হয় দুবাইয়ের বেভারলি হিলস৷ ধনকুবেরদের ঠিকানা বলে পরিচিত অত্যন্ত অভিজাত এই এলাকা আলো করে দাঁড়িয়ে আছে মার্বেল প্যালেস৷ এই বাড়ির দ্বিতীয় বৃহত্তম শয়নকক্ষ ২৫০০ বর্গফুটের৷ অতিথিদের জন্য নির্ধারিত ঘরের মাপ ১০০০ বর্গফুট৷ এরকমই একটি ঘরে আছে ওয়াইন রাখার আধার৷ এই প্রাসাদের মালিকের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে৷ এর পরই তিনি বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Most Expensive House in Dubai: ১৬৭ কোটির বেশি দাম! ৬০ হাজার বর্গফুটের প্রাসাদ বিক্রি হবে দুবাইয়ে, আগ্রহী ভারতীয় দম্পতি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement