Morning walk: মর্নিং ওয়াকে যাচ্ছেন? সাবধান, বড় বিপদ আসতে পারে! সতর্ক করছেন ডাক্তাররা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ঠান্ডা লাগার মতো সাধারণ সমস্যার পাশাপাশি আবহাওয়ার এই পরিবর্তনের ফলে অন্যান্য গুরুতর সমস্যাও দেখা দিচ্ছে৷
কখনও গরম তো কখনও ঠান্ডা৷ আবহাওয়ার পরিবর্তনের এই মরশুমে শরীর বিভিন্ন রোগের প্রকোপ বাড়ে৷ ঠান্ডা লাগার মতো সাধারণ সমস্যার পাশাপাশি আবহাওয়ার এই পরিবর্তনের ফলে অন্যান্য গুরুতর সমস্যাও দেখা দিচ্ছে৷
সম্প্রতি বিহারের রাজধানী পাটনার বিখ্যাত IGIMS (ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স)-এ ব্রেন হেমারেজ আক্রান্ত ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। এই ঘটনার কারণ হিসেবে ঠান্ডাকেও দায়ী করছেন ডাক্তাররা৷ হাসপাতালের ডেপুটি ডিরেক্টর কাম সুপারিনটেনডেন্ট ডাঃ মণীশ মণ্ডল জানান, ‘‘এই সব রোগীকে জরুরি অবস্থায় আনা হয়েছিল।’’
advertisement
advertisement
তাঁর মতে, বেশিরভাগ ক্ষেত্রেই বিপির অত্যধিক ওঠানামার কারণেই এবং ঠান্ডায় অসতর্কতার কারণে ওই রোগীরা ব্রেন হেমারেজের শিকার হয়েছেন। এসির তাপমাত্রা কম থাকায় ঠান্ডায় ভুগছিলেন অর্ধশতাধিক রোগী। এমনকী ভোর ৪টা থেকে ভোর ৫টার মধ্যে মর্নিং ওয়াক করতে গিয়েই চারজন এই অবস্থার শিকার হয়েছেন।
অন্যদিকে তিনি আরও বলেন, ‘‘এটা এখন প্রমাণিত হয়েছে যে, করোনায় আক্রান্ত ব্যক্তিদের অনেকেরই শিরা সঙ্কুচিত হওয়ার সমস্যা রয়েছে। এই অবস্থায় বিপি রোগীদের হার্ট অ্যাটাক ও ব্রেন হেমারেজ হওয়ার ঝুঁকি স্বাভাবিক মানুষের তুলনায় কিছুটা বেশি থাকে। ভর্তি হওয়া রোগীদের মধ্যেও চারজনের করোনায় আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে।’’
advertisement
পাশপাশি মণীশ মণ্ডল জানিয়েছেন, অসুস্থ রোগীদের মধ্যে বেশিরভাগই ভাইরাল জ্বর, ডেঙ্গু ইত্যাদির রোগী।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2023 7:57 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Morning walk: মর্নিং ওয়াকে যাচ্ছেন? সাবধান, বড় বিপদ আসতে পারে! সতর্ক করছেন ডাক্তাররা