শঙ্কর মাছের সঙ্গে মডেলের জলকেলি !

Last Updated:

দেখুন দেখি কী কাণ্ড ! যে শঙ্কর মাছ প্রাণ নিয়েছিল জনপ্রিয় সঞ্চালক স্টিভ ইরউইনের, সেই শঙ্কর মাছের সঙ্গেই সমুদ্রের তলায় জলকেলিতে ব্যস্ত হলেন গ্রিস সুন্দরী ! ঘটনাটি ঘটেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কাছে মরিয়ো আইল্যান্ডে ৷

#এথেন্স: দেখুন দেখি কী কাণ্ড ! যে শঙ্কর মাছ প্রাণ নিয়েছিল জনপ্রিয় সঞ্চালক স্টিভ ইরউইনের, সেই শঙ্কর মাছের সঙ্গেই সমুদ্রের তলায় জলকেলিতে ব্যস্ত হলেন গ্রিস সুন্দরী ! ঘটনাটি ঘটেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কাছে মরিয়ো আইল্যান্ডে ৷
model with fish
ইচ্ছে ছিল একেবারে চমকে দেওয়ার মতো ফোটোশ্যুট করবেন ৷ মগজে এল প্ল্যান আন্ডারওয়াটার ফোটোশ্যুট ৷ কিন্তু জলের তলায় শ্যুটিং তো বহু হয়েছে আগে ৷ ফোটোশ্যুটকে হটকে করতে গিয়ে, সুন্দরী মডেলের পাশে নিয়ে আসা হল খতরনাক শঙ্কর মাছ ! ব্যস, ক্যামেরা চালু হতেই, নীল প্রশান্ত মহাসাগরের তলায় একটা মাছ আর একজন গ্রিস সুন্দরী !
advertisement
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শঙ্কর মাছের সঙ্গে মডেলের জলকেলি !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement