নারী নিরাপত্তায় মোবাইলে ‘প্যানিক’ বোতাম !
Last Updated:
নারী নিরাপত্তায় এবার মোবাইল বটন ! এমনই এক পরামর্শ দিয়ে মঙ্গলবার দেশের বিভিন্ন মোবাইল প্রস্তুতকার সংস্থার সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধি ৷ মানেকা গান্ধির এই প্রস্তাবে সাড়াও দিয়েছেন মোবাইল সংস্থার কর্তারা ৷ নতুন বছরের মার্চ মাস থেকেই মোবাইলে শুরু হতে পারে এই ব্যবস্থা ৷
#নয়াদিল্লি: নারী নিরাপত্তায় এবার মোবাইল বটন ! এমনই এক পরামর্শ দিয়ে মঙ্গলবার দেশের বিভিন্ন মোবাইল প্রস্তুতকার সংস্থার সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধি ৷ মানেকা গান্ধির এই প্রস্তাবে সাড়াও দিয়েছেন মোবাইল সংস্থার কর্তারা ৷ নতুন বছরের মার্চ মাস থেকেই মোবাইলে শুরু হতে পারে এই ব্যবস্থা ৷
দেশের নানা জায়গায় ধর্ষণ কাণ্ড, ইভ টিজিং ক্রমাগত বেড়েই চলছে ৷ এই অবস্থায় নারীদের নিরাপত্তা বার বারই পড়ছে প্রশ্নের মুখে ৷ উন্নত নেটওয়ার্কিংর যুগে, তাই মোবাইলকে সঙ্গে নিয়েই নিরাপত্তার ক্ষেত্রে নতুন এই পদক্ষেপের কথা ভেবেছেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধি ৷ তাঁর মতে, ‘প্রায় এক বছর ধরে নানা ভাবে, নানা রকম আলোচনা চলছিল ৷ মোবাইল প্রস্তুতকারক সংস্থার সঙ্গে বহুবার আলোচনা হয়েছে ৷ কিন্তু কোনও ক্ষেত্রেই সঠিক পদক্ষেপ নেওয়া যাচ্ছিল না ৷ শেষমেশ আমরা সবাই একটা সিদ্ধান্তে এসে পৌঁছালাম ৷ আশা করি এই প্যানিক বটন নারী নিরাপত্তাকে সুদৃঢ় করবে ৷’
advertisement
মানেকা গান্ধি জানিয়েছেন, ‘কোনও মহিলা যদি বিপদে পড়েন, তাহলে এই প্যানিক বটন টিপলেই সাহায্যের মেসেজ পৌঁছে যাবে পুলিশের কাছে ৷’ মোবাইল প্রস্তুতকারত সংস্থাগুলোর মতে, প্রাথমিক ক্ষেত্রে এই সুবিধা পাওয়ার জন্য একটি অ্যাপের ব্যবস্থা করা হচ্ছে, যা কিনা মোবাইলে ডাউনলোড করলেই হবে ৷ ভবিষ্যতে শুধুমাত্র স্মার্ট ফোন নয়, যেকোনও মোবাইলেই স্থায়ীরূপে ‘প্যানিক বটন’-এর ব্যবস্থা থাকবে ৷
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2015 2:30 PM IST