নারী নিরাপত্তায় মোবাইলে ‘প্যানিক’ বোতাম !

Last Updated:

নারী নিরাপত্তায় এবার মোবাইল বটন ! এমনই এক পরামর্শ দিয়ে মঙ্গলবার দেশের বিভিন্ন মোবাইল প্রস্তুতকার সংস্থার সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধি ৷ মানেকা গান্ধির এই প্রস্তাবে সাড়াও দিয়েছেন মোবাইল সংস্থার কর্তারা ৷ নতুন বছরের মার্চ মাস থেকেই মোবাইলে শুরু হতে পারে এই ব্যবস্থা ৷

#নয়াদিল্লি: নারী নিরাপত্তায় এবার মোবাইল বটন ! এমনই এক পরামর্শ দিয়ে মঙ্গলবার দেশের বিভিন্ন মোবাইল প্রস্তুতকার সংস্থার সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধি ৷ মানেকা গান্ধির এই প্রস্তাবে সাড়াও দিয়েছেন মোবাইল সংস্থার কর্তারা ৷ নতুন বছরের মার্চ মাস থেকেই মোবাইলে শুরু হতে পারে এই ব্যবস্থা ৷
দেশের নানা জায়গায় ধর্ষণ কাণ্ড, ইভ টিজিং ক্রমাগত বেড়েই চলছে ৷ এই অবস্থায় নারীদের নিরাপত্তা বার বারই পড়ছে প্রশ্নের মুখে ৷ উন্নত নেটওয়ার্কিংর যুগে, তাই মোবাইলকে সঙ্গে নিয়েই নিরাপত্তার ক্ষেত্রে নতুন এই পদক্ষেপের কথা ভেবেছেন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধি ৷ তাঁর মতে, ‘প্রায় এক বছর ধরে নানা ভাবে, নানা রকম আলোচনা চলছিল ৷ মোবাইল প্রস্তুতকারক সংস্থার সঙ্গে বহুবার আলোচনা হয়েছে ৷ কিন্তু কোনও ক্ষেত্রেই সঠিক পদক্ষেপ নেওয়া যাচ্ছিল না ৷ শেষমেশ আমরা সবাই একটা সিদ্ধান্তে এসে পৌঁছালাম ৷ আশা করি এই প্যানিক বটন নারী নিরাপত্তাকে সুদৃঢ় করবে ৷’
advertisement
মানেকা গান্ধি জানিয়েছেন, ‘কোনও মহিলা যদি বিপদে পড়েন, তাহলে এই প্যানিক বটন টিপলেই সাহায্যের মেসেজ পৌঁছে যাবে পুলিশের কাছে ৷’ মোবাইল প্রস্তুতকারত সংস্থাগুলোর মতে, প্রাথমিক ক্ষেত্রে এই সুবিধা পাওয়ার জন্য একটি অ্যাপের ব্যবস্থা করা হচ্ছে, যা কিনা মোবাইলে ডাউনলোড করলেই হবে ৷ ভবিষ্যতে শুধুমাত্র স্মার্ট ফোন নয়, যেকোনও মোবাইলেই স্থায়ীরূপে ‘প্যানিক বটন’-এর ব্যবস্থা থাকবে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
নারী নিরাপত্তায় মোবাইলে ‘প্যানিক’ বোতাম !
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement