গুয়াহাটির মেয়ের কলকাতা জয়
Last Updated:
টপ ফাইভে থাকা পাঁচ কন্টেস্টেন্টের মধ্যে জোর লড়াই হলেও ফাইনাল রাউন্ডে সবাইকে ছাপিয়ে যান গুয়াহাটির মেয়ে কৃষ্ণামণি হাজারিকা ৷ দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে হুগলির উপাসনা মৈত্র এবং কলকাতার পায়েল মণ্ডল ৷
#কলকাতা: পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন শহরে অডিশনের পর অবশেষে ২০ জন ফাইনালিস্টকে বাছাই করে নিয়েছিলেন উদ্যোক্তারা ৷ কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা তো ছিলই ৷ পাশাপাশি উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেও ‘মিস ইন্ডিয়া বিউটি’ ফ্যাশন পেজেন্টে অংশগ্রহণ করার ব্যাপারে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ শেষপর্যন্ত ফাইনাল দিনটা এসেই গিয়েছিল ৷ শহরের জনপ্রিয় মডেল টিনা মুখোপাধ্যায় ছিলেন কন্টেস্টেন্টদের গ্রুমিং-এর দায়িত্বে ৷ স্যুইমওয়্যার, এথনিক, ওয়েস্টার্ন এবং গাউন রাউন্ডের পরই বেছে নেওয়া হয় বিজয়ীর নাম ৷ বিচারকের ভূমিকায় ছিলেন ফ্যাশন ডিজাইনার অভিষেক দত্ত, মডেল এবং অভিনেত্রী শতরূপা পাইন এবং ফ্যাশন ফটোগ্রাফার বাবান মুখোপাধ্যায় ৷ টপ ফাইভে থাকা পাঁচ কন্টেস্টেন্টের মধ্যে জোর লড়াই হলেও ফাইনাল রাউন্ডে সবাইকে ছাপিয়ে যান গুয়াহাটির মেয়ে কৃষ্ণামণি হাজারিকা ৷ দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে হুগলির উপাসনা মৈত্র এবং কলকাতার পায়েল মণ্ডল ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 23, 2016 8:09 PM IST