Biryani: বিরিয়ানির প্রাণপুরুষের ১৯৯ তম জন্মবার্ষিকীতে চষলেন শহর, কোন বিরিয়ানি প্রিয়তম ‘ফুডকা’-র ভাইপো মীরের?

Last Updated:

আইকনিক সেই খাবারকে নিয়ে ভিডিয়োর জন্য মীর (Mir Afsar Ali) বেছে নিয়েছিলেন ৩০ জুলাই দিনটিকে ৷ ১৮২২ খ্রিস্টাব্দের এই দিনই জন্মগ্রহণ করেছিলেন নবাব ওয়াজিদ আলি শাহ ৷

কলকাতা : খাদ্যরসিকদের অনেকেরই মত, কলকাতার মতো বিরিয়ানির স্বাদ অন্য কোথাও বিরল ৷ আইকনিক সেই খাবারকে নিয়ে ভিডিয়োর জন্য মীর (Mir Afsar Ali) বেছে নিয়েছিলেন ৩০ জুলাই দিনটিকে ৷ ১৮২২ খ্রিস্টাব্দের এই দিনই জন্মগ্রহণ করেছিলেন নবাব ওয়াজিদ আলি শাহ ৷
তিনি লখনউ ছেড়ে চলে গেলেও লখনউ তাঁকে ছেড়ে যায়নি ৷ জড়িয়ে ছিল জীবনের শেষ দিন পর্যন্ত ৷ ব্রিটিশ রাজধানী কলকাতায় নির্বাসিত জীবনে ওটুকুই ছিল ওয়াজিদ আলি শাহ-র জিয়নকাঠি ৷ তাঁর হাত ধরে কলকাতায় এসেছিল অসংখ্য জিনিস ৷ তাদের মধ্যে অন্যতম বিরিয়ানি৷ তাঁর জন্য বিরিয়ানি তৈরি করতেন খাস বাবুর্চি ৷ পড়ন্ত বেলায় নির্বাসিত, ক্ষমতাচ্যুত নবাবের ‘অওয়ধি’ বিরিয়ানিতে মাংস দেওয়ার সঙ্গতি ছিল না ৷ পরিবর্তে ব্যবহার করা হত আলু ৷ তার পর থেকে আলুই কলকাতার বিরিয়ানির ট্রেডমার্ক৷ যদিও এখনও খাঁটি অওয়ধি এবং অন্যান্য ঘরানা বিরিয়ানিতে আলু নৈব নৈব চ ৷ কিন্তু কলকাতার বিরিয়ানি আলু ছাড়া ভাবাই যায় না ৷
advertisement
কলকাতায় বিরিয়নির প্রাণপুরুষ ওয়াজিদ আলি শাহ-র ১৯৯ তম জন্মবার্ষিকীতে বিরিয়ানি নিয়ে করা মীরের ‘ফুডকা’-র ভিডিয়ো ইতিমধ্যেই নেটিজেন তথা খাদ্যরসিকদের পছন্দের শীর্ষে ৷ সেখানে কলকাতার তিনটি জায়গার বিরিয়ানি চেখে মতামত দিয়েছেন ‘ফুডকা’ ইন্দ্রজিৎ লাহিড়ী এবং ‘ভাইপো’ মীর ৷ দর্শকদের কাছে আর্জি রেখেছেন , কলকাতার অন্যান্য বিরিয়ানি বিপণি নিয়ে মতামত দিতে৷
advertisement
কিন্তু মীরের ব্যক্তিগত পছন্দ কোন দিকে ? কলকাতার কোন বিরিয়ানি তিনি সবথেকে বেশি পছন্দ করেন? সে হদিশ তিনি দিয়েছেন ফেসবুকে ৷ জানিয়েছেন, বাড়ির খাবারের দিকে মা-ই তাঁর কাছে শ্রেষ্ঠ রন্ধনশিল্পী ৷ মায়ের হাতের বিরিয়ানিই তাঁর সবথেকে বেশি প্রিয় ৷ পোস্টের সঙ্গে বাড়ির রান্নাঘরে মা বিরিয়ানি রাঁধছেন, সে ছবিও শেয়ার করেছেন মীর ৷
advertisement
তাঁর এই লোভনীয় পোস্ট ঘিরে উচ্ছ্বসিত নেটিজেনরা ৷ কেউ মজা করে জিজ্ঞাসা করেছেন কবে যাবেন খেতে ৷ মীরে সঙ্গে সহমত নেটিজেনরা ৷ মায়েরা-ই পৃথিবীর শ্রেষ্ঠ রন্ধনশিল্পী ৷ তাঁদের রান্না তুলনাহীন ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Biryani: বিরিয়ানির প্রাণপুরুষের ১৯৯ তম জন্মবার্ষিকীতে চষলেন শহর, কোন বিরিয়ানি প্রিয়তম ‘ফুডকা’-র ভাইপো মীরের?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement