মানসিক সমস্যা থেকেও হতে পারে অ্যাকনে, পিম্পলস! জানাচ্ছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ

Last Updated:

ক্রমাগত মানসিক চাপের মধ্যে থাকলে আমাদের খাওয়া-দাওয়া, ঘুম কোনও কিছুই ঠিকঠাক হয় না৷ আর এর প্রভাবে দেখা দিতে পারে ব্রণ কিংবা পিম্পলস৷

মানসিক সমস্যা থেকেও হতে পারে অ্যাকনে, পিম্পলস! জানাচ্ছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ
মানসিক সমস্যা থেকেও হতে পারে অ্যাকনে, পিম্পলস! জানাচ্ছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ
# কলকাতা: আয়ুর্বেদশাস্ত্রের মতে শরীরের সঙ্গে মনের সরাসরি যোগাযোগ রয়েছে ৷ তাই মনের কোনও সমস্যার প্রকাশ অনেকসময় ত্বকে দেখা যায়৷ প্রাচীন ভারতীয় এই চিকিৎসাশাস্ত্র তাই শারীরিক সমস্যার সমাধানে শুধুমাত্র সাময়িক উপশম নয়, সমস্যার একেবারে অন্দরে গিয়ে সম্পূর্ণ নিরাময়ে বিশ্বাসী৷ আয়ুর্বেদ চিকিৎসা তাই মনকে সুস্থ রাখার কথা বলে৷ কারন মন ভাল থাকলে আমাদের শরীর থেকে কিছু বেশ কিছু হরমোন ক্ষরিত হয় যারা দেহের সুস্থতার জন্য দায়ী ৷
সম্প্রতি আইমিল হেলথকেয়ারের আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাঃ নিতিকা কোহলি হিন্দুস্থান টাইমস্ কে জানিয়েছেন, কিভাবে মানসিক অসুস্থতা ত্বকের উপর তীব্র প্রভাব ফেলে৷
advertisement
প্রসঙ্গত, ক্রমাগত মানসিক চাপের মধ্যে থাকলে আমাদের খাওয়া-দাওয়া, ঘুম কোনও কিছুই ঠিকঠাক হয় না৷ আর এর প্রভাবে দেখা দিতে পারে ব্রণ কিংবা পিম্পলস৷ আয়ুর্বেদ অনুসারে মানসিক চাপ থেকে মুক্তির সবচেয়ে সহজ উপায় হল গভীরভাবে শ্বাস নেওয়া৷
advertisement
অনেকসময় মন খারাপ হলে পছন্দের খাবারটি খেতে ইচ্ছে করে, আর খাওয়ার পর মনটা ভাল হয়ে যায়৷ শরীরের অন্দরে এই কাণ্ডটি ঘটায় ডোপোমিন নামের একটি হরমোন, যাকে ‘ফিল গুড হরমোনও’ বলে৷ কিন্তু মুশকিল হল শরীরে যে কারনে ডোপোমিন ক্ষরিত হয়, তা আমাদের বার-বার করতে ইচ্ছে করে৷ এইভাবে অজান্তেই খাবারের পরিমান বেড়ে যায়৷ আর সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে এক্সট্রাফ্যাট, কোলেস্টেরল৷ ফলস্বরূপ ত্বকে দেখা দেয় অ্যাকনে, পিগমেন্টেশন প্রভৃতি৷ তাই মন খারাপ হলে নিজেকে খুশি রাখতে খাবারের বদলে অন্য উপায় খুঁজে নিন৷
advertisement
আবার অতিরিক্ত চিন্তার ফলে হওয়া স্ট্রেস থেকে শুষ্ক-দুর্বল ত্বক কিংবা বলিরেখার মতো সমস্যাগুলি দেখা দিতে পারে৷ ত্বক তার স্বাভাবিক ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে৷
এছাড়া মানসিক চাপ কাটিয়ে উঠতে অনেকেই তামাক কিংবা অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন৷ অ্যালকোহল এবং তামাক সেবন শরীরে অন্যান্য অসংখ্য ক্ষতিসাধনের সঙ্গে সঙ্গে ত্বকেরও সর্বনাশ করে৷ অতিরিক্ত অ্যালকোহলে মুখে পাফিনেস্ বা ফোলা-ফোলা ভাব দেখা যায়৷ আর তামাকজাত দ্রব্যের ফলে সময়ের আগেই ত্বকে বার্ধ্যকের ছাপ পড়ে৷
advertisement
বহুদিন ধরে চলতে থাকা মানসিক চাপ ধীরে ধীরে ডিপ্রেশনের আকার নিতে পারে৷ ডিপ্রেশনের ফলে চোখের নীচ ফুলে যেতে পারে বা চোখের নীচের ত্বক বির্বণও হয়ে যেতে পারে৷
আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে মানসিক সুস্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী হল ‘ধ্যান’ বা ‘মেডিটেশন’৷ প্রত্যেকদিন নিয়ম করে ধ্যান করলে শুধু মানসিক স্বাস্থ্যের নয় আপনার সামগ্রিক স্বাস্থ্যেরই উন্নতি হবে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মানসিক সমস্যা থেকেও হতে পারে অ্যাকনে, পিম্পলস! জানাচ্ছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement