Matsyagandha: মাছ ধরতে মোক্ষম অস্ত্র! জাস্ট জলাশয়ে ছড়িয়ে দিন এই পাতা, তাহলেই ঝাঁকে ঝাঁকে মাছ ধরা দেবে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Matsyagandha: মৎস শিকারীদের মাছ ধরার গোপন অস্ত্র এই গাছ! চিনুন মৎস্যগন্ধা, মৎস্যগন্ধার এই গাছের পাতা যা মাছ শিকারীদের কাছে মাছের চার হিসেবে কাজে দেয়।
উত্তর ২৪ পরগনা: মৎস্য শিকারীদের মাছ ধরার গোপন অস্ত্র মৎস্যগন্ধা গাছ। মৎস্য শিকারীদের মাছ ধরার গোপন অস্ত্রগুলির মধ্যে অন্যতম একটি উপাদান হল গাছের কয়েক টুকরো পাতা। মাছ ধরতে আর অপেক্ষা করতে হবে না। এবার এক টুকরো এই গাছের পাতা পুকুরে কিংবা জলাশয় ছড়ালে সেখানে মাছ খেতে চলে আসবে।
যে গাছ নিয়ে কথা বলব সেই গাছের নাম হল মৎস্যগন্ধা। এই মৎস্যগন্ধা গাছ যা দেখতে অনেকটা পান পাতার মত, এটি এক প্রকার লতানো গাছ। আর এই গাছে একাধিক ভেষজ গুণের পাশাপাশি জেলেদের কাছে অতি প্রিয় এই গাছ।
advertisement
advertisement
এই গাছের পাতা একটু ঘষলেই দেখা যাবে যে মাছের তীব্র আঁশটে আঁশটে গন্ধ।

আর এই গাছের পাতায় হল মাছ ধরার মোক্ষম উপাদান। অনেকেই মাছ ধরার আগে পুকুরে বা জলশয়ে এই গাছের কয়েক টুকরো পাতা জলের ছিটিয়ে বা ছড়িয়ে দিলেই সেখানে ঝাঁকেঝাঁকে মাছ চলে আসে।
advertisement
মৎস্যগন্ধার এই গাছের পাতা যা মাছ শিকারীদের কাছে মাছের চার হিসেবে কাজে দেয়। তবে এমনি গাছের দেখা মিললেও উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাটের কলবাড়ি এলাকায়। বসিরহাটের কল বাড়ি এলাকায় এক সময়ের বায়ো সায়েন্সের ছাত্র অরবিন্দ মন্ডল বাড়িতেই রোপন করেছেন এই গাছ গাছ। পাশাপাশি এই গাছ থেকে অনেকগুলি চারা গাছ তৈরি করে লাভের দিশা দেখছেন।
advertisement
Julfikar Molla
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 30, 2024 5:03 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Matsyagandha: মাছ ধরতে মোক্ষম অস্ত্র! জাস্ট জলাশয়ে ছড়িয়ে দিন এই পাতা, তাহলেই ঝাঁকে ঝাঁকে মাছ ধরা দেবে