Mango Price For Jamai Sasthi: শ্বশুরের পকেটে চাপ কমাচ্ছে আমের দাম, জামাই ষষ্ঠীর আগে দেদার সস্তা, কারণ কিন্তু বাংলাদেশ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Mango Price For Jamai Sasthi: জামাইষষ্ঠীর আগেই অবিশ্বাস্য কম দামে মিলছে আম! কারণ বাংলাদেশ
উত্তর ২৪ পরগনা: প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার পর এখন তলানিতে ঠেকেছে সীমান্ত বাণিজ্য। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশে এবার রফতানি কম হওয়ায়, ভারতের বাজারে জামাইষষ্ঠীর আগে অবিশ্বাস্য কম দামেই মিলছে আম। আর তাতেই যেন জমে উঠেছে জামাইষষ্ঠীর আমের বাজার। জেলার হাবরা, বারাসাত সহ বিভিন্ন বাজারে ২০ থেকে ৪০ টাকা কেজি দরে, মিলছে বাঙালির পছন্দের হিমসাগর, গোলাপ খাস।
জামাইষষ্ঠীর আগে তাই ক্রেতাদের আম কেনার হিড়িক দেখা গেল বিভিন্ন বাজার গুলিতে। ফলে আম বিক্রেতারাও বেশ খুশি। ব্যাপক বিক্রি হওয়ায় লাভের পরিমাণ কম হলেও, বাড়তি রোজগার দিচ্ছে তাদের। অনেকেই আবার কয়েক মাস খাওয়ার জন্য আম তুলে রাখছেন এই সময়।
আরও পড়ুন – Kargil Hero: বাবা কথা দিয়েছিলেন ছেলেকে, আজও কথা রাখেন, কারগিল যুদ্ধের শহিদ পুত্রের জন্য প্রতিবছর যান দ্রাসে
advertisement
advertisement
ক্রেতাদের কথায়, এই বছর আম কম দামে পেয়ে খুশি সকলেই। তবে দাম আরও কম হতে পারত, যেহেতু রফতানি হয়নি আর ফলনও বেশি।
এ বছর বাংলাদেশে ব্যাপক পরিমাণে অতীতের মত রফতানি হয়নি আম। ফলে সীমান্ত এলাকার আমের দাম অনেকটাই রয়েছে নিচের দিকে। তাই এবার জামাইষষ্ঠীতে জামাইদের পাতে পড়তে চলেছে বাহারি আম ও আমের নানা আইটেম বলেই মনে করছেন আমপ্রেমী ক্রেতারা।
advertisement
Rudra Narayan Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2025 10:28 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mango Price For Jamai Sasthi: শ্বশুরের পকেটে চাপ কমাচ্ছে আমের দাম, জামাই ষষ্ঠীর আগে দেদার সস্তা, কারণ কিন্তু বাংলাদেশ