#MakeYourOwnMask: বাড়িতেই সহজে বানিয়ে ফেলুন ফেস্ক মাস্ক, জেনে নিন কীভাবে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জেনে নিন কীভাবে বাড়িতে সেলাই মেশিন ব্যবহার করেই বানিয়ে ফেলবেন ফেস মাস্ক
করোনা সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু মাস্ক কই? ভারতে মাস্কের হাহাকার৷ বাজার তৌ দূর, ই-কমার্স সাইটগুলিতেও মাস্ক নেই৷ তা হলে উপায়? এমনকী কোথাও কোথাও মাস্ক বেশি দামে বিক্রি করা হচ্ছে বলেও খবর৷ বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে N95 মাস্ক অত্যন্ত জরুরি৷ কারণ, সার্জিক্যাল মাস্ক ও রেসপিরেটর রাখতে হবে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য৷ যাঁদের সবচেয়ে বেশি ঝুঁকি৷ এহেন পরিস্থিতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন মাস্ক৷
মাস্ক তৈরি করার জন্য প্রয়োজন পরিষ্কার সুতির কাপড়। কোনও পুরনো সুতির কাপড় বা পুরনো সুতির গেঞ্জির কাপড় হলেও হবে। প্রথমে কাপরটিকে ভাল করে গরম জল দিয়ে পরিস্কার করে নিতে হবে। এরপর কাপড় থেকে চারটি স্ট্রিপ কেটে নিতে হবে। দুটি ১.৫"x৫" এবং অন্য দুটি ১.৫"x৪০" মাপের।
প্রাপ্ত বয়স্কদের জন্য ৯ ইঞ্চি x ৭ ইঞ্চির কাপড় ও শিশুদের জন্য ৭ ইঞ্চি x ৫ ইঞ্চির কাপড় প্রয়োজন। কাচির সাহায্যে কাপড় কেটে নিন। এবার কাপড়ের কাটা অংশটি নিয়ে, ১.৫X৫ ইঞ্চির কাটা অংশগুলি মূল সুতির কাপড়ের সঙ্গে একটি প্রান্তে জুড়ে দিন সেলাই মেশিনের সাহায্যে বা হাতে করে সেলাইও করে নিতে পারেন।
advertisement
advertisement

এবার মূল কাপড়টিতে সমান করে তিনটি ভাঁজে ভাঁজ করুন। ভাঁজগুলি নিম্নমুখী হতে হবে। প্রত্যেকটি ভাজের মাপ হবে ১.৫ ইঞ্ছি হয়। এরপর পাইপিংয়ের সাহায্যে কাপড়ের ভাঁজগুলিকে সুরক্ষিত করে নিন।
এর পর মাস্কটি বাঁধার জন্য মাস্কের উপরে ও নিচে বড় স্ট্রিপ দুটি সংযুক্ত করতে হবে। তৈরি আপনার মাস্ক। শুধু মাস্ক বানালেই হবে না, সেটা সঠিক পদ্ধতিতে পরাও জরুরি।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 06, 2020 6:45 PM IST