Make Kancha Golla at Home: নাটোরের বিখ্যাত কাঁচা গোল্লা এখন বাড়িতে বানিয়ে নিন! রইল রেসিপি
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
North Dinajpur News: কাঁচাগোল্লা কিন্তু গোল হয় না, অতিথি আপ্যায়নে এই মিষ্টির জুড়ি নেই৷
উত্তর দিনাজপুর: বাঙালি ভোজনপ্রিয়, অতিথি আপ্যায়নে মিষ্টির জুড়ি নেই। যে কোন খাবারের পরে মিষ্টি থাকা চাই। আর সেই মিষ্টি যদি হয় বাংলাদেশের বিখ্যাত নাটোরের কাঁচা গোল্লা তবে তো সোনায় সোহাগা। মাত্র ১০ টাকায় নাটোরের বিখ্যাত কাঁচা গোল্লা এখন পাবেন উত্তর দিনাজপুর জেলাতেও।
বাংলাদেশের বিখ্যাত নাটোরের কাঁচা গোল্লা। যা একটা সময় নাটোরের রানী ভবানীর রাজত্বকালে দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছিল। সেই সময়কার বাংলাদেশের জনপ্রিয় নাটোরের কাঁচাগোল্লা এখন উত্তর দিনাজপুর জেলায় পাওয়া যাচ্ছে মাত্র ১০ টাকায়। আর এই নাটোরের কাঁচাগোল্লা নিয়ে হাজির হয়েছেন গৌতম দাস। তার হাতের তৈরি এই নাটোরের কাঁচাগোল্লা এখন জনপ্রিয় উত্তর দিনাজপুর জেলাবাসীর কাছে।
advertisement
আরও পড়ুনPedicure-Manicure at Home Tips: খুবই সস্তার ঘরোয়া টোটকা, হাত-পায়ের নখ থাকবে নায়িকাদের মতো, এক টাকা খরচ না করে!
তবে কীভাবে তৈরি হয় এই নাটোরের কাঁচাগোল্লা?এই কাঁচা গোল্লা বানানোর সিক্রেট রেসিপিটি জানেন কি? গৌতম দাস জানান,এই কাঁচা গোল্লা বানাতে প্রয়োজন,চিনি , এলাচ গুরা,কিশমিশ পেস্তা বাদাম ইত্যাদি।
advertisement
এই কাঁচাগোল্লা বানাতে প্রথমেই দুধ ভাল ভাবে ফাটিয়ে ছানা করে নিতে হবে।। তারপর সেই ছানাতে গুঁড়ো দুধ মিশিয়ে ভালভাবে মাখতে হবে।এবার একটি প্যানে চিনি নিয়ে সেই চিনিটি ভালভাবে ক্যারামিল করে নিতে হবে। তিনি চিনিটি পুরে লালচে হয়ে গেলে সে চিনিটার সঙ্গে মেখে রাখা ছানাটি ভালভাবে মেখে নিতে হবে। তবে সেক্ষেত্রে যদি নলেন গুড় থাকে তবে সেই নলেন গুঁড় আপনি চিনির পরিবর্তে ব্যবহার করতে পারেন। এই ভাবেই আপনি বাড়িতে চাইলেও খুব সহজ ভাবে বানিয়ে ফেলতে পারবেন এই নাটোরের কাঁচাগোল্লা।
advertisement
আরও পড়ুনMorning Drinks for Weight Loss সকালে উঠেই এই ড্রিঙ্কসগুলো খেলে ভুঁড়ি উধাও হবে! ঝপঝপ করে ওজন কমবে
চিনির রস দেখা দিলে তাতে এলাচের গুঁড়া যোগ করে আর একটু মিশিয়ে কিছুটা ঝোল থাকতেই চুলা বন্ধ করে দিতে হবে। ১৫-২০ মিনিট পর দেখবেন সব রস শুকিয়ে তৈরী হয়ে গেল বিখ্যাত নাটোরের কাঁচাগোল্লা।
advertisement
বেশিক্ষণ চুলায় রেখে দিলে বা জ্বাল বেশি হলে ছানা গুলো পুনরায় আবার শক্ত হয়ে যাবে তাই অল্প আঁচে এবং কিছুটা ঝোল থাকতে অবশই চুলা থেকে প্যান টি নামিয়ে নিবেন। কিশমিশ ও পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিন।মনে রাখবেন, কাঁচাগোল্লা কিন্তু গোল হয় না তবে আপনি চাইলে এতে কিছু মাওয়া এবং অল্প ময়দা মিশিয়ে গোলাকার করে নিতে পারেন। আর পরিবেশন করুন আপনার মনের মত করে।
advertisement
পিয়া গুপ্তা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 07, 2024 6:59 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Make Kancha Golla at Home: নাটোরের বিখ্যাত কাঁচা গোল্লা এখন বাড়িতে বানিয়ে নিন! রইল রেসিপি







